AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গরমে ঠোঁট ফাটা খারাপ লক্ষণ


Ekushey Sangbad
লাইফস্টাইল ডেস্ক
০৮:২৮ পিএম, ৩ অক্টোবর, ২০২৩
গরমে ঠোঁট ফাটা খারাপ লক্ষণ

ঠোঁট ফাটা সাধারণত শীতকালীন সমস্যা হলেও গরমে অনেক সময় এ সমস্যা দেখা দিতে পারে। এ প্রসঙ্গে বিশেষজ্ঞরা বলছেন, গরমের সময় ঠোঁট ফাটা কিংবা রক্ত বের হওয়ার প্রবণতা মোটেও স্বাভাবিক কোনো বিষয় নয়।

 

কারণ হিসেবে চিকিৎসকরা বলছেন, গরমের সময় ঠোঁট ফাটার সমস্যা দেখা দেয়া অস্বাভাবিক। এর পেছনে লুকিয়ে আছে অন্য অসুখের বীজ। তাই গরমে ঠোঁট ফাটতে শুরু করলে দ্রুত এর সঠিক কারণ খুঁজে বের করার পরামর্শ দিচ্ছেন তারা।

 

ঠোঁট সামান্য শুষ্ক হলে অনেকে জিব দিয়ে ভেজানোর চেষ্টা করেন। এতে স্যালাইভা শুকিয়ে যায় যাতে ঠোঁট আরও শুষ্ক হয়ে ওঠে এবং ফেটে যেতে পারে। তা ছাড়া দীর্ঘ সময় খাবার কিংবা পানি গ্রহণ না করার কারণেও এ সমস্যার সম্মুখীন হতে হয়।

বিশেষজ্ঞরা বলছেন, গরমে ঠোঁট ফাটার পেছনে রয়েছে কয়েকটি যুক্তিসংগত কারণ। তাই কোন কারণে আপনার ঠোঁট ফাটছে সে বিষয়ে প্রথমে নিশ্চিত হতে হবে। তারপর তার প্রতিকার শুরু করুন।

শীতকালে শুষ্ক আবহাওয়ার কারণে ঠোঁট ফাটে। তেমনই গরমকালে সূর্যের অতিবেগুনি রশ্মির কারণে ক্ষতি হয় ঠোঁটের। সূর্যের অতিবেগুনি রশ্মির কারণে ঠোঁটের ত্বক অত্যন্ত শুকনো হয়ে যায়, আর তা থেকেই ঠোঁট ফাটার সমস্যা দেখা দেয়।

সূর্যের অতিবেগুনি রশ্মি ছাড়াও গরমের সময় ঠোঁট ফাটার আরও অনেক কারণ রয়েছে। শরীরে ডিহাইড্রেশনের সমস্যা এর অন্যতম একটি কারণ। এ কারণে ত্বকের পাশাপাশি শুষ্ক হয়ে ওঠে আমাদের ঠোঁটও।
 
এ ছাড়া যাদের পাকস্থলীর সমস্যা রয়েছে, হজমের সমস্যা রয়েছে, তাদেরও ঠোঁট ফাটার সমস্যা দেখা দিতে পারে। তাই ঠোঁট ফাটার সমস্যাকে অবহেলা করার সুযোগ নেই।

বিশেষজ্ঞরা বলছেন, গরমে ঠোঁট ফাটা সমস্যার সমাধানে নিয়মিত ৩ লিটার পানি পান করতে হবে। ঠোঁটে ময়েশ্চারাইজ করার জন্য ব্যবহার করুন সূর্যের অতিবেগুনি রশ্মি প্রতিরোধক উপাদান সম্পন্ন লিপ বাম বা পেট্রোলিয়াম জেলি। সেই সঙ্গে পেটের সমস্যা দূর করতে গড়ে তুলুন স্বাস্থ্যকর খাবারের অভ্যাস।
 

 

একুশে সংবাদ/স.টি/না.স

Link copied!