শীতে শুধু যে, মুখের ত্বক রুক্ষ হয়ে যায় এমন নয়। হাতের ত্বকও খসখসে হয়ে যেতে পারে। তাই বলে চিন্তার কিছু নেই। সমাধান মিলবে বাড়িতেই।
দুই চা-চামচ চিনি এবং ১/২ চা-চামচ অলিভ অয়েল ভাল করে মিশিয়ে নিন স্ক্রাব তৈরি করে নিন। এয়ারটাইট কৌটোয় রেখে প্রয়োজনে ব্যবহার করতে পারবেন।
ছোট আলু থেঁতো করে নিন, তাতে এক চা-চামচ আমন্ড অয়েল মিশিয়ে নিন। মিশ্রণটা হাতে লাগিয়ে ১৫ মিনিট রাখুন। তারপর হালকা গরম পানিতে ধুয়ে ফেলুন।
অনেক সময় বাসন মাজার ফলে হাতে কড়া পড়ে যায়। তাদের জন্য ভালো সমাধান লোশন বা হ্যান্ড ক্রিম লাগানো। রাতে শোবার আগে হাতে লাগিয়ে নিন। পাকা কলাও খুব ভাল ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। একটু দুধের সরের সঙ্গে মিশিয়ে লাগিয়ে নিন দুই হাতে। ফলাফল মিলবে হাতে-নাতে।
হাতে নারকেল তেল অথবা অলিভ অয়েল লাগিয়ে রেখে দিন সারারাত রাখুন। বিছানায় যেন লেগে না যায়, তাই গ্লাভ্স পরে নিতে পারেন।
নিয়মিত নখের যত্ন নিন। নেলপালিশ বেশি দিন রাখবেন না। পার্লারে গিয়ে করাতে পারেন ম্যানিকিওর। আবার বাড়িতেও হালকা গরম পানিতে মাইল্ড শ্যাম্পু মিশিয়ে হাত ডুবিয়ে রাখুন। তারপর একটা নরম ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিন। শেষে ক্রিম লাগিয়ে নিতে ভুলবেন না।
একুশে সংবাদ/এসআর
আপনার মতামত লিখুন :