আজ, ৯ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন সপ্তাহের তৃতীয় দিন। প্রিয়জনকে ভালোবেসে চকোলেট খাওয়ানোর দিন। যদিও, ভালোবাসাই আসল খাদ্য। তবুও এই চকোলেট দিবসে, আপনার প্রেমিক/প্রেমিকার মুখ মিষ্টি করার পাশাপাশি আপনার মনের কিছু গোপনীয়তা শেয়ার করাও প্রয়োজনীয়। এতে সম্পর্ক আরও মধুর ও চিনির মতোই মিষ্টি হবে। তাই, আজ, চকলেট দিবসে আপনার জন্য কিছু রোমান্টিক বার্তা নিয়ে এসেছে এই প্রতিবেদন। যে বার্তা প্রিয়জনকে বললে আপনার জন্য এই দিনটিও হয়ে উঠবে ভালোবাসার শরবতের মতো মিষ্টি!
প্রিয়জনকে এই ভ্যালেন্টাইনস উইকেই জানিয়ে ফেলুন মনের কথা! জেনে নিন সেরা বার্তা
চকোলেট দিবসের বিশেষ ১২ বার্তা
১) তোমাকে দেখতে ফাইভ স্টারের মতো, মাঞ্চের মতো ব্লাশ, হাসো তুমি ক্যাডবেরির মতো, আজ কিট ক্যাটের নামে শপথ করে বলো, তুমি শুধুই আমার। শুভ চকোলেট দিবস।
২) না ডেকেও আমাকে পাবে, ভালোবাসার প্রতিশ্রুতিও থাকবার, শুধু মনে রেখো যখন তুমি একা চকলেট খাবে।
৩) সনম, তোমার মিষ্টি ভালবাসা আমার জীবনে সুখ এনেছে,
এই ভালবাসার মাধুর্য অপরিসীম, আমি চকলেট দিবসে তোমার প্রতি আমার একান্ত ভালবাসা প্রকাশ করি।
৪) মনে হয় যেন একটা সুন্দর সন্ধ্যা, যখন আমি তাকাই তোমার দিকে, আমি তোমার হাসিতে নেশা খুঁজে পাই, অনেকটা চকোলেটের মতোই।
৫) ঈশ্বর আমাদের কুনজর থেকে রক্ষা করুন, আমার মিষ্টি চকোলেটের মতো বান্ধবীকে যেন পিঁপড়েতে না খায়!
৬) বন্ধুত্বের সুবাস ভালোবাসার থেকে কম নয়, শুধু ভালোবাসায় জীবন শেষ হয় না, বন্ধুত্বে যদি চকলেটের মাধুর্য থাকে।
৭) চকোলেট দিবস আনন্দের দিন, মিষ্টি খাওয়ার,
একে অপরকে জড়িয়ে ধরা এবং সমস্ত দুঃখ ভুলে যাওয়ার দিন..!
৮) চকোলেট দিয়ে তৈরি হলে যে কোনও কিছুই ভাল। তাই আজই এসো, আমরা একসঙ্গে জীবন শুরু করি। শুভ চকোলেট দিবস।
৯) জীবন তো এই চকোলেট বাক্সের মতো, কোন প্যাকেটের আড়ালে কোন স্বাদ লুকিয়ে রয়েছে তা কেউ জানে না।
১০) তোমাকে জানাই চকোলেট ডে-এর মিষ্টি শুভেচ্ছা আর ভালোবাসা। আমাদের সম্পর্ক দিন দিন আরও মিষ্টি হয়ে উঠুক।
১১) তোমার সঙ্গে এভাবেই সারাজীবন চকোলেট ভাগ করে খেতে চাই।
১২) তুমি আমার জীবনে কতটা স্পেশাল তা মুখে বলে বোঝাতে পারব না। শুভ চকোলেট দিবস।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :