AB Bank
ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বৃষ্টিতে ভিজে নাক বন্ধ? তাহলে আপনার করনীয় কী?


Ekushey Sangbad
লাইফস্টাইল ডেস্ক
১১:১৩ পিএম, ৬ সেপ্টেম্বর, ২০২৪
বৃষ্টিতে ভিজে নাক বন্ধ? তাহলে আপনার করনীয় কী?

বৃষ্টিতে ভিজে কাকভেজা হয়ে অফিসে গেলে জ্বর, সর্দি-কাশিতে  অনেকে ভোগেন।ঘন ঘন হাচি আসে। অনেকের আবার নাক বন্ধ হয়ে যায়। চিকিৎসকের পরামর্শ নিয়ে নাকের ড্রপ দিয়েও অনেক সময় কাজ হয় না। ঠান্ডা লাগলেই যাঁদের নাক বন্ধ হয়ে যায় তাঁরা ঘরোয়া কিছু টোটকায় ভরসা রাখতে পারেন।

রসুন পানি: এক কাপ পানিতে দুই-তিন কোয়া রসুন ও আধা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ফুটিয়ে নিন। নিয়মিত এই পানি পান করলে নাক পরিষ্কার হয়ে যাবে। সকালে খালি পেটে কাঁচা রসুন চিবিয়ে খেলেও উপকার পাবেন।

garlic | Garlic and Immunity: Health benefits of garlic during COVID-19  environment dgtl - Anandabazar

গরম ভাপ: ফুটন্ত পানির মধ্যে জোয়ান গুঁড়ো কিংবা কালোজিরের গুঁড়ো মিশিয়ে সেই পানির ভাপ নিন। এতে বন্ধ নাক খুলে যাবে, মাথা ভার, মাথা যন্ত্রণার হাত থেকেও আরাম পাবেন।

Vapourized heat treatment | Vapour can create problem in nose - Anandabazar

গরম পানিতে গোসল: নাক বন্ধের সমস্যা দূর করতে গরম পানিতে গোসল করতে পারেন। গরম পানিতে গোসল করলে বন্ধ নাক খুলে যায়। এর পাশাপাশি, যত সম্ভব গরম পানীয় পান করুন।

গরম পানিতে গোসল কি উপকারী? - 24 Live Newspaper - Bangla

লবণ পানি: দুই কাপ গরম পানিতে এক চা চামচ লবণ মিশিয়ে নিন। নাকের একটি ছিদ্র বন্ধ করে ওই পানি অন্য ছিদ্র দিয়ে টানতে থাকুন। মুখ দিয়ে পানি  বের করে দিন। নাক পরিষ্কার হয়ে যাবে।

লবণ পানি পান করলে যে ক্ষতি হয়

গোলমরিচ: বন্ধ নাক খুলতে গোলমরিচ বেশ উপকারী। হাতের তালুতে অল্প একটু গোলমরিচ গুঁড়ো নিয়ে সামান্য সরিষার তেল দিন। আঙুলে লাগিয়ে নাকের কাছে ধরুন। হাঁচি হবে। সেই সঙ্গেই নাক একেবারে পরিষ্কার হয়ে যাবে। সর্ষের তেল নাক দিয়ে টানলেও বন্ধ নাক খুলে যায়।

গোলমরিচের ৪ স্বাস্থ্য গুণ

 


একুশে সংবাদ/ এসএস

Link copied!