AB Bank
ঢাকা বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঘরে বসেই তৈরি করুন রেস্টুরেন্টর মতো চিকেন মমো


Ekushey Sangbad
লাইফস্টাইল ডেস্ক
০২:১৬ পিএম, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
ঘরে বসেই তৈরি করুন রেস্টুরেন্টর মতো চিকেন মমো

চিকেন মমোর স্বাদে ছোট-বড় সবাই মুগ্ধ। এটি মূলত একটি তিব্বতি খাবার। সারা বিশ্বেই এখন এই খাবারের জনপ্রিয়তা তুঙ্গে। ঝটপট স্বাস্থ্যকর খাবার তৈরি করতে চাইলে বেছে নিতে পারেন মমো।

বিভিন্ন উপাদান দিয়ে তৈরি করা যায় মমো। তবে চিকেন মমোই বেশি পছন্দ সবার। চাইলে রেস্টুরেন্ট থেকে মমো না কিনে বরং ঘরেই তৈরি করতে পারেন চিকেন মমো। রইলো রেসিপি-

চিকেন মোমো, Chicken Momo - AllBDRecipe.com

উপকরণ:
১. চিকেন কিমা ২ কাপ
২. ময়দা ২ কাপ
৩. আদা বাটা ২/৬ চা চামচ
৪. রসুন বাটা ২/৬ চা চামচ
৫. গোলমরিচ গুঁড়া ২/৬ চা চামচ
৬. সয়া সস ২ চা চামচ
৭. পেঁয়াজ বাটা ১ চা চামচ
৮. পানি ২/৬ কাপ
৯. তেল ২ টেবিল চামচ ও
১০. লবণ স্বাদমতো।


প্রথমে ময়দা, তেল ও লবণ দিয়ে ভালো করে মেখে নিন। খামির যত ভালো হবে মমো তত নরম হবে। এবার প্যানে তেল দিয়ে একটু গরম করে তাতে কিমা আর বাকি সবকিছু একে একে দিয়ে নেড়ে নামিয়ে নিন।একটি বাটিতে কিমা ঢেলে ঠান্ডা করতে হবে। এবার ময়দার ডো দিয়ে লুচির মতো ছোট ছোট লেচি কেটে বেলে নিন। এবার এর ভেতর একটু করে কিমার পুর দিয়ে মুখ বন্ধ করে নিন।

এরপর চুলায় স্টিমারে পানি দিয়ে ফুটতে দিতে হবে। পানি ফুটে উঠলে তাতে মমোগুলো সাজিয়ে ঢাকনা দিয়ে ১০-১২ মিনিট ভাপ দিলেই তৈরি হয়ে যাবে মমো। এরপর প্লেটে সাজিয়ে গরম গরম সস বা চাটনি দিয়ে পরিবেশন করুন চিকেন মমো।

 

 

একুশে সংবাদ/এসএস

 

Link copied!