আজ ০৪ অক্টোবর ২০২৪, শুক্রবার। আজকের তারিখে জন্মগ্রহণ করায় রাশিচক্রে আপনি তুলা রাশির জাতক-জাতিকা। চলুন জেনে নেয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ : ২১ মার্চ-২০ এপ্রিল
নিজ গৃহে অবস্থানকালে কোনো অবস্থাতেই তর্ক-বিতর্কে লিপ্ত না হওয়াই উত্তম হবে। নিকট কোনো আত্মীয় অহেতুক ঝামেলার সৃষ্টি করতে পারে। তবে পুরনো পাওনা আদায়ে স্ব-উদ্যোগেই সুফল পেতে পারেন।
বৃষ : ২১ এপ্রিল-২০ মে
অর্থ প্রাপ্তিযোগ শুভ হতে পারে। আপনার উদাসী মনোভাব সৌভাগ্যের বিরুদ্ধে যেতে পারে। কাজকর্মে মনোযোগ প্রেমিক-প্রেমিকাদের মধ্যে সম্পর্কের সেতু গড়ায় সহায়ক হতে পারে।
মিথুন : ২১ মে-২০ জুন
এজমালি সম্পত্তি নিয়ে ঝামেলা সৃষ্টি হতে পারে। অতীতের হৃদয়ঘটিত সম্পর্কের জটিলতা নতুন করে বিড়ম্বনার সৃষ্টি করতে পারে। যানবাহন চালনায় বা চলাচলের সময় সতর্ক থাকুন। যাত্রা ও প্রাপ্তিযোগ শুভ।
কর্কট : ২১ জুন-২১ জুলাই
আজ অর্থ বা গুরুত্বপূর্ণ কোনো জিনিস প্রাপ্তির সংবাদে উদ্বেলিত হয়ে পরিকল্পনা বাস্তবায়নে অবহেলা করা একদম বোকামি হতে পারে। কারও কথায় নতুন কোনো কাজে নিজেকে সঁপে দেবেন না। বিশ্রাম শুভ।
সিংহ : ২২ জুলাই-২১ আগস্ট
বিদেশ যোগাযোগের ক্ষেত্রে আপনার একটু ভুলের কারণে আজ পূর্বপরিকল্পনা বাতিল হয়ে যেতে পারে। হতাশ হওয়ার কোনো কারণ নেই। ভিন্ন মাত্রার উদ্যোগে অনেকটাই সুফল পেতে পারেন। যাত্রা শুভ নাও হতে পারে।
কন্যা : ২২ আগস্ট-২১ সেপ্টেম্বর
কর্মস্থলে প্রতিদ্বন্দ্বিতার কারণে কোনো কাজই স্বাভাবিকভাবে সম্পাদন করা কষ্টকর হতে পারে। প্রেমিক-প্রেমিকাদের জন্য দিনটি আজ উত্তেজনায় ভরপুর থাকতে পারে। দূরে কোথাও গেলে সঙ্গে কাউকে নিলে ভালো করবেন।
তুলা : ২২ সেপ্টেম্বর-২২ অক্টোবর
কর্মস্থলে প্রতিকূল পরিবেশেও কৃতিত্ব দেখিয়ে প্রশংসিত হতে পারেন। তবে এ ক্ষেত্রে প্রভাবশালীদের সঙ্গে কোনো ধরনের বিতর্কে না যাওয়াই ভালো হবে। পাওনা আদায়ে অগ্রগতি হতে পারে। যাত্রা শুভ।
বৃশ্চিক : ২৩ অক্টোবর-২১ নভেম্বর
পুরনো পাওনা আদায়ে সমঝোতার উদ্যোগ সুফল বয়ে আনতে পারে। কারও ওপর আস্থা স্থাপনের আগে আরেকবার ভেবে নেয়া উচিত হবে। আর্থিক যোগাযোগের দিকটি আজ শুভ হতে পারে।
ধনু : ২২ নভেম্বর-২০ ডিসেম্বর
দাফতরিক কাজে উত্তেজনা পরিহার করে চলার চেষ্টা করুন। অন্যের কোনো সমস্যায় যেচে নাক গলাতে যাবেন না নিজের মনের বিরুদ্ধে কিছু করা ঠিক হবে না। দূরের যাত্রায় পরিবারের সবার প্রতি খেয়াল রাখুন।
মকর : ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি
শিল্পী-সাহিত্যিকদের জন্য দিনটি আজ প্রশংসাযোগ্য হয়ে উঠতে পারে। পুরস্কারের পাশাপাশি অর্থ প্রাপ্তির দিকটিও উজ্জ্বল হয়ে উঠতে পারে। দূরের কোনো ভ্রমণের সময় না ঘুমানোই ভালো।
কুম্ভ : ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি
পুরনো কোনো পাওনা আদায়ে আজ অনেক বেশি কুশলতার পরিচয় দিতে হবে। আজ ব্যবসায়িক ব্যাপারে ব্যাংক থেকে বা প্রিয়জন কারও সহযোগিতায় চাহিদামতো ঋণ প্রাপ্তির যোগ রয়েছে। দূরের যাত্রা শুভ।
মীন : ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ
সৃজনশীল কাজে রাজনৈতিক যোগাযোগে প্রিয়জনকে কাজে লাগাতে পারেন। পাওনা আদায়ের ব্যাপারে যতটা সম্ভব চেষ্টা করলে সফল হতে পারেন। প্রিয়জনের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :