AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যে ৪টি উপায়ে সহজেই কাছে টানবেন পছন্দের মানুষকে


Ekushey Sangbad
লাইফস্টাইল ডেস্ক
০৬:৩২ পিএম, ১২ ডিসেম্বর, ২০২৪
যে ৪টি উপায়ে সহজেই কাছে টানবেন পছন্দের মানুষকে

মানুষকে নিজের প্রতি আকর্ষিত করার তেমন কোনও রুলবুক নেই। কারণ ভিন্ন মানুষ ভিন্ন ভাবনার হন। আজকের যুগে সম্পর্কের ধরন পাল্টেছে। তাঁদের পছন্দ অপছন্দের তালিকাও হয় ভিন্ন। কিন্তু পুরুষের কিছু সহজাত ভাললাগা এরপরেও থেকে যায়। আর তার ভিত্তিতেই মন জয় করা যায় পুরুষের।

 

কী সেই উপায়?


১. আকর্ষনীয় হয়ে উঠুন
মন এবং শরীর, উভয় মিলেই মানুষ। মনের সঙ্গে শরীরকেও প্রাধান্য দিন। নিজেকে ফিট রাখুন। নিজেকে আরও আকর্ষনীয় করে তোলার চেষ্টা করুন। নিজের সাজ-পোশাক এবং ব্যক্তিত্বের উপর নজর রাখুন। পুরুষকে নারীর সৌন্দর্য প্রাথমিকভাবে আকর্ষণ করে। তাই পছন্দের মানুষের মন জয় করতে নিজেকে আকর্ষনীয় করে তুলুন। প্রথমে ভালবাসার মানুষটির চোখকে আকৃষ্ট করুন। তারপর নিজের ব্যক্তিত্ব দিয়ে তাঁর মন জয় করুন।


২. নিজেকে ভালবাসুন
একটা কথা মনে রাখবেন, অপর কোনও ব্যক্তিকে আপনি তখনই ভালবাসতে পারবেন যখন আপনি নিজে সম্পূর্ণ ভালবাসতে পারবেন। তাই আগে নিজেকে ভালবাসুন। নিজের মতো করে সময় কাটান। বন্ধুদের সঙ্গে ঘুরতে যান। ভালবাসার মানুষটিকে গুরুত্ব অবশ্যই দিন। কিন্তু তাঁকে জীবনের কেন্দ্রবিন্দু বানিয়ে ফেলবেন না। অন্য মানুষের সঙ্গেও মেলামেশা করুন। সামাজিকতা বজায় রাখলে আপনার নিজস্বতাও বজায় থাকবে।


৩. বেশি ভাববেন না
পুরুষকে নিয়ে বেশি ভাববেন না। তাঁর প্রতি যদি আপনার চরম দুর্বলতা থাকে তবুও তাঁকে নিয়ে অধিক ভাববেন না। নিজের জীবন, কাজ ইত্যাদিকেও প্রাধান্য দিন। মনে রাখবেন পুরুষরা স্বাধীনচেতা মহিলাদের বিশেষ সম্মানের চোখে দেখেন। তাই মনের মানুষটির সঙ্গে যদি কথা হয়, তাও বোঝাবেন না যে আপনি তাঁর সঙ্গেই নিজের ভবিষ্যতের স্বপ্ন দেখছেন। সাধারণ বন্ধুত্ব বজায় রাখুন।  তাঁকে নিজের অনুভূতি আসতে আসতে বোঝান। কিন্তু নিজের ভাললাগা তাঁর উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না।


৪. সম্পর্কের গুরুত্ব বুঝে নিন
এবার ভেবে দেখুন যাঁকে মনে ধরেছে তাঁকে কেমনভাবে চান নিজের জীবনে? যদি ভালবাসা শাশ্বত হয়, তবে অবশ্যই প্রয়োজনে ভালাসার মানুষের জন্য সাগর পাড়ি দিন। কিন্তু যদি সেই ভাললাগা কয়েকটি ডেটের জন্য সীমাবদ্ধ হয়, তবে ভেবে দেখুন অকারণ খাটবেন কি না?

 

একুশে সংবাদ//ই.পে//র.ন

Link copied!