AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঝটপট জেনে নিন, এই চার অভ্যাসেই বিছানায় উঠবে ঝড়!


Ekushey Sangbad
লাইফস্টাইল ডেস্ক
০৬:৫৩ পিএম, ১২ ডিসেম্বর, ২০২৪
ঝটপট জেনে নিন, এই চার অভ্যাসেই বিছানায় উঠবে ঝড়!

সিনেমার ‘হ্যাপি এন্ডিং’য়ের মতো মনের মানুষকে কাছে পাওয়া ভাগ্যের ব্যাপার। রোজকার কিছু অভ্যাসে প্রেমের প্রতিমায় প্রাণের সঞ্চার করতে হয়। তবেই তো নিবিড় হবে সম্পর্ক। প্রতি রাতে বিছানায় থাকবে নতুন প্রেমের মতো উষ্ণতা।


১. ঠোঁটের আলতো ছোঁয়াতেই সারা শরীরে আগুন জ্বালিয়ে দেওয়া যায়। সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, প্রত্যেক দিন টানা ৬ সেকেন্ড সঙ্গীকে নিবিড় চুম্বন করুন। এমনিতেই চুম্বন শরীর এবং সম্পর্কের পক্ষে ভালো, তার উপরে এই অভ্যাস গড়ে তুলতে পারলে আপনি কোনও কথা না বলেই নিজের প্রেম উজার করে দিতে পারবেন। সঙ্গমে লিপ্ত হওয়ার আগেও সঙ্গীকে উষ্ণ চুম্বনে ভরিয়ে দিন।

যৌনতা সম্পর্কে ১১টি বাস্তব সত্য, যা অনেকেই জানেন না
২. সকালে উঠে রোজ যে কাজ গুলো করেন তার সঙ্গে আলিঙ্গন শব্দটি জুড়ে নিন। বিশেষজ্ঞরা বলছেন, প্রত্যেক দিন অন্তত ২০ সেকেন্ড ধরে সঙ্গীকে ‘জাদু কি ঝপ্পি’ দিন। এতে প্রেম হবে পোক্ত আর সম্পর্ক হবে মধুর।


৩. অফিস থেকে বাড়ি, বাড়ি থেকে অফিস, তার পর সারা দিনের ক্লান্তিতে প্রেমের পাখি জানলা দিয়ে কখন উড়ে যাবে টেরই পাবেন না। তাই প্রতি সপ্তাহে জীবনে কিছু নতুনত্ব আনুন। সারপ্রাইজ ডেট প্ল্যান করে সঙ্গীকে চমকে দিন। বাইরে কোথাও যেতে ইচ্ছে না করতে বেডরুমেই ‘সেক্সি গেম নাইট’ প্ল্যান করে ফেলুন।


৪. সারাটা দিন ফোন সঙ্গে রাখুন, কিন্তু বিছানায় যাওয়ার আগে ফোনের সঙ্গে যাবতীয় সম্পর্ক ত্যাগ করে দিন। আর যে সময়ে সঙ্গী বিছানায় যাবে ঠিক সেই সময় আপনিও চলে যান। তাকে একদম অপেক্ষা করাবেন না। কারণ আপনি বা আপনার সঙ্গী যত দেরি করবেন, ততই প্রেমের আঁচ কমতে থাকবে।

 

একুশে সংবাদ//প্র.ইন//র.ন

Link copied!