চরম আদরে সঙ্গীকে ভরিয়ে তুলতে চান? বিছানায় ঝড় তুলতে চান? যদি এ সব প্রশ্নের উত্তর হ্য়াঁ হয়, তাহলে সঙ্গমের আগে মুখে পুরে ফেলুন কয়েকটি জিনিস। এসব খেলে সুনামি উঠবে বিছানায়। না কোনও বাজার চলতি ওষুধ নয়, বরং প্রাকৃতিক জিনিসেই সমস্যার সমাধান।
দুধের মধ্যে অনেক বেশি পরিমাণে প্রাণীজ ফ্যাট রয়েছে। তবে বেশিরভাগ মানুষই ফ্যাট জাতীয় খাবার এড়িয়ে চলতে চান। কিন্তু বিশেষজ্ঞরা বলেন, শরীরে সেক্স হরমোন বাড়াতে প্রচুর ফ্যাট জাতীয় খাবার খেতে হবে।
যৌন মিলনে উষ্ণতা বাড়াতে চকোলেটের ভূমিকা দারুণ। চকোলেট খেলে সেরোটোনিন নির্গত হয়। যা ভিতর থেকে মনকে তরতাজা করে। উদ্দাম মিলনের আগে চকোলেট খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এতে সঙ্গম অনেকক্ষণ দীর্ঘস্থায়ী হয়।
সঙ্গমের আগে তরমুজ খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। যৌন উত্তেজনা তিনগুণ বাড়িতে তুলতে জুড়ি মেলা ভার তরমুজের। তবে শুধু তরমুজই নয়, পাতিলেবুরও বিকল্প নেই। তরমুজ এবং পাতিলেবুর মিশ্রণই প্রাকৃতিক ভায়াগ্রার কাজ করে।
বিশেষজ্ঞরা বলছেন, যৌনতায় ঝড় তুলতে ঝিনুক খেতে পারেন। কারণ ঝিনুকের মধ্যে খুব বেশি পরিমাণে জিঙ্ক থাকে। জিঙ্ক পুরুষদের শরীরে শুক্রাণুর সংখ্যা বাড়াতে সাহায্য় করে এবং মিলনের ইচ্ছা বাড়াতেও কার্যকরী ঝিনুক।
একুশে সংবাদ//প্র.ইন//র.ন
আপনার মতামত লিখুন :