AB Bank
ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ২ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সঙ্গীর কামড়ের দাগ লুকোতে কী করবেন?


Ekushey Sangbad
লাইফস্টাইল ডেস্ক
০৮:১৪ পিএম, ১৬ ডিসেম্বর, ২০২৪
সঙ্গীর কামড়ের দাগ লুকোতে কী করবেন?

চরম উত্তেজনা আর যৌনতার চিহ্ন হিসেবে উঁকি মারে আদরের চিহ্ন। পোশাকি ভাষায় যা লাভ বাইট নামে পরিচিত। আর সেই প্রেমের চিহ্ন শরীরে দেখতে মন্দ না লাগলেও, কখনও কখনও লজ্জার কারণও হয়ে ওঠে। সঙ্গীর আদরের জোয়ারে ভেসে গিয়ে আপানর শরীরেও কি উঁকি দিচ্ছে লাভ বাইট? কীভাবে সেই দাগ থেকে রক্ষা পাবেন তড়িঘড়ি? জেনে নিন।


১. অ্যালোভেরা সব সমস্যার সমাধান। ত্বকের ওষুধ হিসেবেও ম্যাজিকের মতো কাজ করে। তাই ব্রণর দাগ থেকে লাভ বাইটের দাগ, ব্যথা দূর করতে দিনে অন্তত ২ বার অ্যালোভেরা জেল দিন ওই জায়গায়।

Love Byte: মিলনের সময় সঙ্গীকে লাভ বাইট দিতে চান? জেনে নিন কিছু টিপস এন্ড  ট্রিক্স - How to Give Someone a Love Byte, Here are some Tips and Triks
২. লাভ বাইটের উপরে একটি ঠান্ডা চামচ রাখুন। ১টি চামচ ফ্রিজে ১০ মিনিটের জন্য রাখুন। তারপর সেটাকে লাভ বাইটের জায়গায় রাখুন। এতে ত্বকের ফোলা ভাব কমে গিয়ে দাগগুলোকে ঠিক করে।

বিছানায় লাগামহীন আদরে গলায় ‍‍`লাভ বাইট‍‍`, শিখে নিন সঙ্গে সঙ্গে ভ্যানিশ করার  ট্রিকস.. - Bengali News | How do you hide a hickey in just 5 minutes,  follow these tips | TV9 Bangla News
৩. বরফ ঘষুন ওই জায়গায়। একটু সময় লাগবেই এই দাগ পুরোপুরি যেতে। তবে বাইরে বেরনোর সময় ঢাকা জামা পরুন বা মেকআপ ফাউন্ডেশনে দাগ লুকোন।

বিছানায় লাগামহীন আদরে গলায় ‍‍`লাভ বাইট‍‍`, শিখে নিন সঙ্গে সঙ্গে ভ্যানিশ করার  ট্রিকস.. - Bengali News | How do you hide a hickey in just 5 minutes,  follow these tips | TV9 Bangla News
৪.গরম জলেরও জুড়ি মেলাও ভার এক্ষেত্রে। সঙ্গীর দাঁতের চাপ পড়লে সেই জায়গায় রক্তকণিকার প্রভাবেই দাগ স্থায়ী ও গভীর হয়। প্রেমের চিহ্ন যদি দু-তিন দিন থাকে, তাহলে আপনার ত্বকে রক্ত জমাট বেঁধে রয়েছে। একটি তোয়ালে গরম জলে ভিজিয়ে আলতো করে চেপে ধরুন। ৫ মিনিট রাখবেন। এতে আক্রান্ত স্তানে রক্ত চলাচল স্বাভাবিক হবে।

 


একুশে সংবাদ//প্র.ইন//র.ন

Link copied!