চরম উত্তেজনা আর যৌনতার চিহ্ন হিসেবে উঁকি মারে আদরের চিহ্ন। পোশাকি ভাষায় যা লাভ বাইট নামে পরিচিত। আর সেই প্রেমের চিহ্ন শরীরে দেখতে মন্দ না লাগলেও, কখনও কখনও লজ্জার কারণও হয়ে ওঠে। সঙ্গীর আদরের জোয়ারে ভেসে গিয়ে আপানর শরীরেও কি উঁকি দিচ্ছে লাভ বাইট? কীভাবে সেই দাগ থেকে রক্ষা পাবেন তড়িঘড়ি? জেনে নিন।
১. অ্যালোভেরা সব সমস্যার সমাধান। ত্বকের ওষুধ হিসেবেও ম্যাজিকের মতো কাজ করে। তাই ব্রণর দাগ থেকে লাভ বাইটের দাগ, ব্যথা দূর করতে দিনে অন্তত ২ বার অ্যালোভেরা জেল দিন ওই জায়গায়।
২. লাভ বাইটের উপরে একটি ঠান্ডা চামচ রাখুন। ১টি চামচ ফ্রিজে ১০ মিনিটের জন্য রাখুন। তারপর সেটাকে লাভ বাইটের জায়গায় রাখুন। এতে ত্বকের ফোলা ভাব কমে গিয়ে দাগগুলোকে ঠিক করে।
৩. বরফ ঘষুন ওই জায়গায়। একটু সময় লাগবেই এই দাগ পুরোপুরি যেতে। তবে বাইরে বেরনোর সময় ঢাকা জামা পরুন বা মেকআপ ফাউন্ডেশনে দাগ লুকোন।
৪.গরম জলেরও জুড়ি মেলাও ভার এক্ষেত্রে। সঙ্গীর দাঁতের চাপ পড়লে সেই জায়গায় রক্তকণিকার প্রভাবেই দাগ স্থায়ী ও গভীর হয়। প্রেমের চিহ্ন যদি দু-তিন দিন থাকে, তাহলে আপনার ত্বকে রক্ত জমাট বেঁধে রয়েছে। একটি তোয়ালে গরম জলে ভিজিয়ে আলতো করে চেপে ধরুন। ৫ মিনিট রাখবেন। এতে আক্রান্ত স্তানে রক্ত চলাচল স্বাভাবিক হবে।
একুশে সংবাদ//প্র.ইন//র.ন
আপনার মতামত লিখুন :