AB Bank
ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ২ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সঙ্গীকে কাছে ডাকুন এই উপায়ে, প্রেম হবে আরও মধুর


Ekushey Sangbad
লাইফস্টাইল ডেস্ক
০৯:৩১ পিএম, ১৬ ডিসেম্বর, ২০২৪
সঙ্গীকে কাছে ডাকুন এই উপায়ে, প্রেম হবে আরও মধুর

প্রেমে আসুক নতুন নতুন কায়দা-কানুন। প্রেম বাড়ুক আরও।  তবেই না, জমবে সম্পর্ক। আর এ ব্য়াপারে উসকে দিন বেডরুমের নতুন নিয়ম। যে নিয়মের ফাঁদে পড়ে সঙ্গীর শরীরে বইবে প্রেমের জোয়ার। রইল এমনই কিছু সিক্রেট টিপস।

cropped view of young man biting laughing girlfriend while lying in bed - Photo, Image
১) সাধারণত বেডরুমেই সঙ্গীর সঙ্গে যৌন মিলনে লিপ্ত হন? উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে এই অভ্য়াস বদলে ফেলার সময় এসেছে। বেডরুমের অন্দরে প্রেমকে আটকে না রেখে, নতুন নতুন জায়গা এক্সপ্লোর করুন। ড্রয়িংরুমের সোফাকে কাজে লাগান। টিভি দেখতে দেখতেই যৌনখেলায় মেতে উঠুন। এ ব্যাপারে কিন্তু ফোর প্লেকে বেশি গুরুত্ব দিন। তবে হ্যাঁ, যদি ফ্ল্যাটে আপনি ও আপনার সঙ্গীই শুধু থাকেন, তাহলেই ট্রাই করুন।

man passionately touching naked joyful young woman with closed eyes isolated on white - Photo, Image
২) অনেকেরই মনের ভিতর লুকিয়ে থাকে ডার্ক ফ্যান্টাসি। সেটা আর লুকিয়ে না রেখে, একবার ট্রাই করেই ফেলুন। গাড়ির ভিতর সেক্স বা খোলা আকাশের নিচে যৌনতা,হলিউডি ছবির পাল্লায় পড়ে অনেকেই এসব ট্রাই করার ইচ্ছে প্রকাশ করে। তবে এক্সপেরিমেন্ট করার আগে মাথায় রাখুন, জীবনটা কিন্তু একেবারেই সিনেমা নয়। তাই যা করবেন একটু ভাবনা চিন্তা করে।


৩) একসঙ্গে স্নান করুন। স্নান করতে করতে সঙ্গমে লিপ্ত হন। দেখবেন, এর মধ্যে আলাদা একটা মজা রয়েছে। ভেজা গায়ের আদরে প্রেমের উষ্ণতা কিন্তু দ্বিগুণ হবে।

Sexy couple in studio - Photo, Image
৪) বিদেশি সিনেমায় হয়তো দেখেছেন রান্নাঘরে যৌন মিলন। মনে মনে ইচ্ছে থাকলেও, কখনও ট্রাই করেননি। এটাই সুবর্ণ সুযোগ। তবে হ্যাঁ, রান্নাঘরে সঙ্গমে লিপ্ত হওয়ার আগে অবশ্যই দেখে নিন, আপনার রান্নাঘর কতটা যৌনতা করার সঠিক জায়গা।


৫) ঘরের আলো নিভিয়ে দিন। চারিদিকে জ্বেলে দিন মোমবাতি। সুগন্ধী মোমবাতি হলে তো কথাই নেই। দেখবেন মোমের আলোয় যৌন মিলনের আনন্দ আরও দ্বিগুণ হবে।

 


একুশে সংবাদ//প্র.ইন//র.ন

Link copied!