AB Bank
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মানিব্যাগে যেসব জিনিস রাখা উচিত না


Ekushey Sangbad
লাইফস্টাইল ডেস্ক
০৫:৫৫ পিএম, ২৩ ডিসেম্বর, ২০২৪
মানিব্যাগে যেসব জিনিস রাখা উচিত না

পকেটে বা মানিব্যাগে আমরা সাধারণত নানা ধরনের জিনিস রেখে থাকি। তবে খেয়াল করলে দেখা যাবে মানিব্যাগে টাকা ছাড়াও রয়েছে বিভিন্ন ব্যাংকের কার্ড, ব্যবহৃত রশিদসহ আরও কত কিছু!

 

আর সাবধান না হলে এসব জিনিস হারানো গেলে পড়তে হয় নানান ঝক্কি ঝামেলায়। “ভ্রমণে গেলে যেমন টাকা আর প্রয়োজনীয় কয়েকটি জিনিস ছাড়া মানিব্যাগে অন্য কিছু রাখা হয় না, তেমনি প্রাত্যহিক জীবনেও এই পদ্ধতি খাটাতে হবে”- পরামর্শ দেন ভেলাসকেজ।

 

জাতীয় পরিচয়পত্র: এই পরিচয়পত্রে গুরুত্বপূর্ণ তথ্য থাকে। যা নিয়ে ঘোরাফেরা করাটা অপ্রয়োজনীয়। এটা হারানো গেলে যে কেউ এই তথ্য ব্যবহার করে নানান সুযোগ নিতে পারে। তাই মানিব্যাগে না নিয়ে বরং একটা ‘কপি’ নিজের ইমেইলে রেখে দেওয়া যেতে পারে।


পুরানো রশিদ: মনে হতে পারে রশিদগুলোতে কোনো গোপনীয় তথ্য থাকে না। তবে এসব দিয়েই সুযোগ সন্ধানীরা নানান ক্ষতি করার চেষ্টা করতে পারে।

ভেলাসকেজ উদাহারণ দিয়ে বলেন, “ধরা যাক এক চোর আপনার মানিব্যাগে রাখা কোনো পুরানো রশিদ পেল। সেটাতে যদি ক্রেডিট বা ডেবিট কার্ডের শেষের চারটি নম্বর থাকে, তবে সেই নম্বর দিয়ে সহজেই সুযোগ নেওয়া সম্ভব।”


অতিরিক্ত চাবি: মানিব্যাগে বাসার অতিরিক্ত চাবি নিয়ে ঘোরা মানে, আক্ষরিক অর্থেই চোরকে ঘরে আমন্ত্রণ জানানো। তার শুধু দরকার হবে বাসার ঠিকানা জানা। আর সেটা সে পেয়েও যাবে মানিব্যাগে যদি থাকে কোনো পরিচয় পত্র।


পাসওয়ার্ড: ভেলাসকেজ বলেন, “ভিন্ন ভিন্ন পাসওয়ার্ড সবসময় মনে রাখা সম্ভব হয় না। তবে মানুষের একটা সাধারণ অভ্যাস হল, পাসওয়ার্ড কাগজে টুকে মানিব্যাগে রেখে দেওয়া। যা একেবারেই অনিরাপদ একটি কাজ।” আর সব পাসওয়ার্ড বা গোপন নম্বর সব জায়গায় সবসময় প্রয়োজনও হয় না। তাই এই ধরনের বিষয়গুলো বাসাতেই কোথাও লুকিয়ে রাখা নিরাপদ।


পরিচয়পত্র: যে কোনো একটি পরিচয়পত্র রাখা উচিত। সেটা হতে পারে অফিসের ‘আইডি’ কার্ড। কোনো মতেই পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র নয়। ড্রাইভিং লাইসেন্স থাকলে সেটা আলাদা রাখাই হবে বুদ্ধিমানের কাজ।


ক্রেডিট কার্ড: প্রতারণার ক্ষেত্রে ডেবিট কার্ডের চাইতে ক্রেডিট কার্ডের নিরাপত্তা ব্যবস্থা সাধারণত উন্নত হয়। যদি একাধিক ক্রেডিট কার্ড থাকে তবে দৈনন্দিন কেনাকাটার জন্য একটা নিয়েই ঘর থেকে বের হওয়া উচিত- পরামর্শ দেন ভেলাসকেজ।


জরুরি যোগাযোগ নম্বর: বন্ধুবান্ধব বা আত্মিয় স্বজনের যোগাযোগ নম্বরের তালিকা মানিব্যাগে রাখা ভালো বুদ্ধি। দুর্ঘটনায় পড়লে এসব নম্বরে সাহায্যকারীরা ফোন করে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে।


একুশে সংবাদ//ন.দি//র.ন

Link copied!