AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চুম্বনের আগে মেনে চলুন এই ৫ নিয়ম, হবে চুমু চমৎকার!


Ekushey Sangbad
লাইফস্টাইল ডেস্ক
০৪:২২ পিএম, ২৫ ডিসেম্বর, ২০২৪
চুম্বনের আগে মেনে চলুন এই ৫ নিয়ম, হবে চুমু চমৎকার!

প্রেম যদি উতলে ওঠে তাহলে সঙ্গীকে নিয়ে বিছানায় প্রথমেই ঝাঁপ নয়। বরং ধীরে ধীরে ব্যাটিং করুন। আর এই ব্যাটিংয়ে চুমুকেই করুন মূল হাতিয়ার। তবে এ ব্যাপারে মানতে হবে নিয়ম। হ্য়াঁ, চুমু খাওয়ার আগে নিজেকে একটু তৈরি করুন। বেশ কিছু নিয়ম মেনে তবেই চুমু খান নিশ্চিন্তে। তাহলে বিছানায় ঝড় উঠবেই। আর এ ব্যাপারে চুমুর কোনও বিকল্প নেই।

close-up of lovers man and woman. romantic relationship. - Photo, Image

১) নিয়মিত ব্রাশ করুন। শুধু ঘুম থেকে উঠে নয়। দিনে অন্তত দুবার ব্রাশ করুন। মোদ্দা কথা মুখে ভেতর সর্বদা পরিষ্কার রাখুন।

 

২) ঠোঁটের যত্নও নিতে হবে। রোজ স্নানের সময় হালকা হাতে ঠোঁট মাসাজ করুন। এতে ড্রাই স্কিন দূর হবে ঠোঁট থেকে।

 

৩) চুমু খাওয়ার আগে কখনই পিঁয়াজ, রসুন এসব খাবেন না। এতে মুখে দুর্গন্ধ সৃষ্টি হয়। তাই চুমু খাওয়ার প্ল্যান থাকলে এসব এড়িয়ে চলুন।

Female and male lying on bed - Photo, Image
৪) শুধু দাঁত ব্রাশ করলেই চলবে না। বরং ফ্লশ করুন। এতে দাঁতের মধ্যে আটকে থাকা খাবার পরিষ্কার হবে।


৫) গভীর চুমু খাওয়ার সময় জিভের ব্যবহার হয়। তাই নিয়মিত জিভ পরিষ্কার করুন। চুমু খাওয়ার আগে চেষ্টা করুন উষ্ণ গরমজলে ভালো করে কুলকুচি করে নিন। এতে মুখের ভিতরের ব্যকটেরিয়া নষ্ট হবে।


একুশে সংবাদ//ঢা.প//র.ন

Link copied!