AB Bank
ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫, ১৯ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

খুব সহজে মজাদার বারবিকিউ চিকেন উইংস তৈরির রেসিপি


Ekushey Sangbad
লাইফস্টাইল ডেস্ক
০৮:২৬ পিএম, ৩১ ডিসেম্বর, ২০২৪
খুব সহজে মজাদার বারবিকিউ চিকেন উইংস তৈরির রেসিপি

বছরের এই শেষ দিন উদযাপনে, আপনি ঘরেই তৈরি করতে পারেন বারবিকিউ চিকেন উইংস। যারা ঘরেই বারবিকিউ চিকেন উইংসের স্বাদ নিতে চান তারা খুব সহজেই তৈরি করতে পারেন মজাদার এই পদ। চলুন জেনে নেওয়া যাক রেসিপি-

 

উপকরণ

১. চিকেন উইংস আধা কেজি
২. আদা বাটা ২ টেবিল চামচ
৩. রসুন বাটা ২ চা চামচ
৪. সয়া সস ১ টেবিল চামচ
৫. কালো গোলমরিচের গুঁড়া আধা চা চামচ
৬. আধা কাপ মসলার মিশ্রণ
৭. তেল সামান্য
৮. ডিম ১টি
৯. তিলের তেল ২ টেবিল চামচ
১০. বারবিকিউ সস এক কাপ
১১. মধু আধা কাপ
১২. লেবুর রস ২ চা চামচ ও
১৩. পাপরিকা পাউডার ১ চা চামচ।

BBQ Chicken Wings

পদ্ধতি
প্রথমে বাটিতে চিকেন উইংস, আদা বাটা, রসুন বাটা, সয়া সস, কালো গোলমরিচের গুঁড়ো, মসলা, তিলের তেল ও ডিম দিয়ে ভালোভাবে মেরিনেট করে রাখনি ১০-২০ মিনিট।

রেস্টুরেন্ট স্টাইল নাগা চিকেন উইংস রেসিপি।Chicken Wings।Chicken Naga  Wings।Naga Chicken Wings Recipe - YouTube
এবার মেরিনেট করা মাংস আরও একবার মাখিয়ে নিন। যাতে মাংসের গায়ে মসলা লাগে। একটি ফ্রাই প্যানে পরিমাণমতো তেল গরম করে নিন। চিকেনগুলো একেক করে গরম তেলে ছেড়ে ভেজে নামিয়ে নিন।

কোরিয়ান নাগা চিকেন উইংস | Korean Naga Chicken Wings | Crispy Chicken Fry |  Korean Fried Chicken - YouTube
এবার প্যানে সামান্য তিলের তেল গরম করে নিন। এতে রসুন বাটা, বারবিকিউ সস, মধু, লেবুর রস, তিল, পাপরিকা পাউডার ও মিশ্রিত মসলা দিয়ে রান্না করে সস তৈরি করুন। সবশেষে ভাজা চিকেন উইংস সসের সঙ্গে মাখিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের বারবিকিউ বাফেলো উইংস।

 

একুশে সংবাদ//জা.নি//র.ন

Link copied!