AB Bank
ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫, ১৯ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঠান্ডা পানিতে গোসল করলে শরীরে যা ঘটে


Ekushey Sangbad
লাইফস্টাইল ডেস্ক
০৮:৪৫ পিএম, ৩১ ডিসেম্বর, ২০২৪
ঠান্ডা পানিতে গোসল করলে শরীরে যা ঘটে

বেশিরভাগ মানুষই শীতে গরম পানিতে গোসলের অভ্যাস করেন। তবে দীর্ঘদিন গরম পানিতে গোসলের অভ্যাস কিন্তু বিপদ ডেকে আনতে পারে। বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত গরম পানিতে গোসল করে শরীরে চর্মরোগ দেখা দিতে পারে।

A young, slim, handsome, strong, athletic man, naked, diving into the icy water in the winter, against a snowy landscape, a bright sunny day, many beautiful drops and splashes. Ukraine, Shostka - Photo, Image
এর কারণ হলো, গরম পানিতে গোসল করলে ত্বক আর্দ্রতা হারায়। ফলে চর্মরোগের ঝুঁকি বাড়ে। তাই স্বাভাবিক তাপমাত্রা অর্থাৎ বেশি ঠান্ডা আবার বেশি গরম নয়, এমন পানিতে গোসল করার অভ্যাসই স্বাস্থ্য ও ত্বকের জন্য ভালো। সবচেয়ে নাকি ভালো হয় ঠান্ডা পানিতে গোসল করলে। এর নানা উপকারিতা আছে।


গোসলে গরম নাকি ঠান্ডা পানি ব্যবহার করবেন? এ বিষয়ক বেশ কয়েকটি গবেষণায় জানা গেছে, ঠান্ডা পানিতে গোসল করলে ক্লান্তি কমার পাশাপাশি রক্ত চলাচলও ভালো হয়। আবার খুব গরম পানিতে গোসল করলে ত্বক শুকিয়ে দেয়। তবে হালকা গরম পানিতে গোসল করাও শরীরের জন্য কিছু কিছু ক্ষেত্রে বেশ উপকারী। এতে পেশির আরাম হয়। ফুসফুসও ভালো থাকে।

A young man is preparing to dive into the ice hole. Winter, cold, open water. - Photo, Image
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, শীতে ঠান্ডা লাগলেও ঠান্ডা পানিতেই গোসল করা ভালো। তাই পাল্টাতেই হবে গরম পানিতে গোসল করার অভ্যাস। এর ফলে শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতা বেড়ে যাবে। আসলে শরীর ঠান্ডা পানির সংস্পর্শে এলে শরীরের সমস্ত অঙ্গে রক্ত চলাচল স্বাভাবিক হয়।

Ukraine Dnipro 19.01.2021 - massive swimming in the river in frost on Epiphany - Photo, Image
তবে আপনি যদি ফিট না হন ও হার্টের অসুখে ভুগেন তাহলে ঠান্ডা পানিতে গোসল এড়িয়ে যান। কারণ হার্টের উপর অতিরিক্ত চাপ পড়লে অনিয়মিত হৃদস্পন্দন বা অ্যারিথমিয়া হতে পারে। এর থেকে বৃহত্তর কার্ডিয়াক অ্যাটাক ঘটতে পারে। এ কারণে শীতে অতিরিক্ত ঠান্ডা বা গরম পানিতে গোসল করলে রক্তচাপ হঠাৎ বেড়ে বা কমে যেতে পারে, যা হার্টের ওপর চাপ সৃষ্টি করে।


একুশে সংবাদ//জা.নি//র.ন

Link copied!