AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

খবু সহজে শীতের বিকেলে বানিয়ে ফেলুন গাজরের হালুয়া


Ekushey Sangbad
লাইফস্টাইল ডেস্ক
০৪:২০ পিএম, ৬ জানুয়ারি, ২০২৫
খবু সহজে শীতের বিকেলে বানিয়ে ফেলুন গাজরের হালুয়া

শীতকালে গাজরের হালুয়া খেতে ভালবাসেন না এমন বাঙালি খুঁজে পাওয়া যায় না বললেই চলে। শীতকাল মানেই বাজারে লাল টুকটুকে গাজরের ছড়াছড়ি। স্বাদ আর স্বাস্থ্যের এমন মিলনের দেখা মেলে খুব অল্প সংখ্যক রান্নাতেই। যারা জানেন, তাদের রসনা তৃপ্তিতে তো এমনিতে কোনও বাধা নেই। যারা আগে রাঁধেননি, তাদের জন্য রইল চিরন্তন এই পদটি রান্নার প্রণালী।


উপকরণ—
গাজর ৫০০ গ্রাম
দুধ আধ লিটার
ঘি ৬০ গ্রাম
দারচিনি গুঁড়ো
পরিমাণ মতো চিনি ১০০ থেকে ১৫০ গ্রাম
মাওয়া ১৫০ গ্রাম
কাজুবাদাম ও কিশমিশ পরিমাণ মতো

Indian Popular Sweet Food Carrot Halwa Also Know as Gajar ka Halwa, Carrot Dessert, Carrot Halva or Gajrela is a Carrot-Based Sweet Dessert Pudding From India - Photo, Image
প্রণালী
গাজরগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে কুচিয়ে ফেলুন। একটি পাত্রে দুধ গরম করতে দিন। দুধ কিছুটা গরম হয়ে এলে কুচিয়ে রাখা গাজর যোগ করুন। খেয়াল রাখুন দুধ যেন অতিরিক্ত ঘন না হয়ে যায়।

 

অন্য একটি পাত্রে ঘি ও দারচিনি গুঁড়ো দিয়ে দিন। মিনিট পাঁচেক পর মাওয়া ভালো করে কুরিয়ে ঢেলে দিন পাত্রে।
একটু রান্না হয়ে এলে মিশ্রণটি ঢেলে দিন দুধ ও গাজরের মিশ্রণের মধ্যে।
ঘন হয়ে আসা পর্যন্ত নাড়তে থাকুন। ঘন হয়ে এলে নামিয়ে নিয়ে কাজু ও কিশমিশ ছড়িয়ে পরিবেশন করুন জিভে জল আনা গাজরের হালুয়া।

 

একুশে সংবাদ/আর.টি///র.ন

Link copied!