অনেক সময়ই অজান্তে দুঃখ দিয়ে ফেলেন নারীদের। আসলে মেয়েদের মন জেতা ব্যাপারটা অলিম্পিকে পদক জেতা থেকেও কঠিন এক কাজ। তবে সব কিছুরই উপায় আছে। কয়েকটি নিয়ম বা উপায় মেনে চললে আপনিও পারবেন মেয়েদের মন জিতে নিতে। রইল এমনই ৫ টিপস
১) মেয়েদের কখনও টেকেন ফর গ্রান্ডেড মনে করবেন না। কারণ, তাঁর অনুভূতি, যতক্ষণ না সে নিজে মুখে বলছে, তা আপনার পক্ষে বোঝা প্রায় অসম্ভব। তাই স্পেকুলেশনে না গিয়ে, বরং ধৈর্য্য নিয়ে বোঝার চেষ্টা করুন।
২) মন ভাঙা মেয়েদের ব্যাপারে একটু বেশি সচেতন হোন। তাঁরা কিন্তু অনেক বেশি অনুভূতিপ্রবণ। বরং তাঁকে ভরসা দিন পাশে থাকার। নিজের স্বার্থের জন্য মন ভাঙাকে ব্যবহার করবেন না।
৩) বন্ধুত্বের পরেই কোনও মেয়ে আপনার সঙ্গে প্রেম করতে শুরু করবে সেটা ভুলেও ভাববেন না। এসব ব্যাপারে মেয়েরা একটু বেশি সময় নেয়। তাই আপনিও একটু সময় দিন।
৪) সৎ থাকুন। বন্ধুত্বকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিন। তাহলে দেখবেন, মেয়েরা আপনার সঙ্গে সুন্দরভাবে মিশে যাবে। আসলে, মেয়েরা কখনই জোর জবরদস্তি পছন্দ করেন না। তাহলে মনের ইচ্ছে মতো করেই কাজ করতে ভালবাসেন তাঁরা। তাই মেয়েদের মনের ইচ্ছেকেই গুরুত্ব দিন সবচেয়ে বেশি।
৫) মেয়েদের একটু সময় দিন। সবচেয়ে বড় ব্যাপার ভরসা দিন। একবার যদি কোনও মেয়ে আপনার উপর বিশ্বাস করতে শুরু করে, তাহলে দেখবেন সেই মেয়ে আপনার কাছে একেবারে খোলা খাতা! তবে বিশ্বাসঘাতক হবেন না কিন্তু।
একুশে সংবাদ//প্র.ইন//র.ন
আপনার মতামত লিখুন :