শিশুরা দুষ্টামি করবে এটাই স্বাভাবিক। ঠিক তেমনই দুষ্টামি করতেন বলিউডের কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন। তিনি ও যে ছোটবেলায় এমন কোনও দুষ্টুমি করতে পারেন, এ কথা জানলে অনেকেই অবাক হবেন।
অভিনেতা নাকি তাদের পৈতৃক বাড়ি প্রয়াগরাজে (পূর্বে এলাহাবাদ) গেলে প্রচুর দুষ্টুমি করতেন। দুষ্টুমি করে ছাড় মেলেনি অমিতাভের বচ্চনেরও। দুষ্টামির জন্য একবার তাকে ফ্রিজে আটকে রাখা হয়েছিল। তার পর খানিক মারধরও করা হয়।
৩ ফেব্রুয়ারি থেকে ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৬’-এ জুনিয়র সপ্তাহ শুরু হয়েছে। সেখানে শো চলাকালীন সময় অমিতাভ বচ্চন প্রতিযোগীর সঙ্গে কথা বলার সময় জানান, তিনি কীভাবে ফ্রিজের ভিতরে আটকে পড়েছিলেন।
বিগ বি বলেন, ‘আমরা যখন ছোট ছিলাম, তখন আমাদের বাড়িতে ফ্রিজ ছিল না। শুধু একটা পাখা ছিল । সেই পাখা দেখেই অবাক হতাম। এসির মতো সুযোগ-সুবিধা ছিল ভাবনারও অতীত।’ পরে ‘একদিন ভাবলাম যদি টেবিল ফ্যানের সামনে এক টুকরো বরফ রেখে ফ্যান চালানো হয় তাহলে ঠান্ডা বাতাস গায়ে লাগবে।’
কিংবদন্তী অভিনেতার ভাষ্য, ‘তার কয়েক বছর পর বাড়িতে একটি বড় ফ্রিজ নিয়ে আসা হয়। যখনই খুলতাম, খুব ঠান্ডা লাগত। আমি ছোট ছিলাম। একদিন ফ্রিজের ভিতরে ঢুকেছিলাম বিষয়টা দেখার জন্য।’
বিগ বি আর ও বলেন, ‘কাউকে কিছু না বলে যেই ফ্রিজে ঢুকলাম, বাইরে থেকে কেউ একটা দরজা বন্ধ করে দিয়েছিলেন। আমি চিৎকার করে উঠি। তারপর অনেক কষ্টে যদিও বা বাইরে বেরিয়ে আসতে পেরেছিলাম, ভীষণ মার খেয়েছিলাম।’
বলিউডের কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চনের ছোটবেলার এই মজার অভিজ্ঞতা সত্যিই বেশ চমকপ্রদ! তার ওই সময়কার দুষ্টামি এবং ফ্রিজের ভিতরে আটকে পড়ার ঘটনা যেন এক ধরনের মিষ্টি স্মৃতি হয়ে গেছে। ছোটবেলায় এমন অবাক কান্ড তো প্রায় সবারই ঘটে, কিন্তু একজন কিংবদন্তি অভিনেতার কাছে এই ধরনের কিউট ঘটনা আরও বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। তার বাচনভঙ্গি ও হাস্যরসিকতার মাধ্যমে এই গল্পটি শোনানো আরও বেশি মজার হয়ে উঠেছে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :