ঠাণ্ডা থেকে রক্ষা পেতে শীতকালে লেপ ও কম্বল প্রতিটি ঘরে অপরিহার্য। তবে এগুলো পরিষ্কার রাখা সহজ নয়, বিশেষত ভারী লেপ ও কম্বল ধোয়ার কাজ বেশ কষ্টসাধ্য। নিয়মিত যত্ন এবং কিছু সহজ কৌশল অনুসরণ করলে লেপ-কম্বল ময়লামুক্ত রাখা সম্ভব।
ধুলো ঝাড়ুন
প্রতিদিন ব্যবহারের পর লেপ-কম্বল খোলা জায়গায় নিয়ে ভালোভাবে ঝেড়ে নিন। এতে ভেতরের ধুলো-ময়লা এবং লুকিয়ে থাকা বালুর কণা সহজেই দূর হবে।
ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার
ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে লেপ-কম্বলের ধুলোবালি পরিষ্কার করা আরও কার্যকর পদ্ধতি। এটি ময়লা দ্রুত এবং সহজে সরিয়ে লেপ-কম্বলকে পরিষ্কার ও ঝকঝকে রাখে।
কভার ব্যবহার করুন
লেপ-কম্বল পরিষ্কার রাখার সবচেয়ে কার্যকর উপায় হলো কভার ব্যবহার করা। কভার ময়লা হলে সহজেই ধুয়ে ফেলা যায়, যা লেপ-কম্বলকে নোংরা হওয়ার হাত থেকে রক্ষা করে।
বেকিং সোডা দিয়ে দুর্গন্ধ দূর করুন
পুরোনো লেপ-কম্বল থেকে অনেক সময় অপ্রীতিকর গন্ধ বের হতে পারে। এ ক্ষেত্রে লেপ বা কম্বলের ওপর বেকিং সোডা ছিটিয়ে দিন। ৩০ মিনিট পর একটি নরম ব্রাশ দিয়ে আলতোভাবে ঘষুন। এতে দুর্গন্ধ দূর হবে এবং লেপ-কম্বল সতেজ থাকবে।
রোদে শুকান
পরিষ্কার করার পর লেপ-কম্বল রোদে শুকিয়ে নিন। রোদের তাপে জীবাণু ও ছত্রাক ধ্বংস হয়ে যায়, যা স্বাস্থ্য সুরক্ষায় সহায়ক।
স্পট ক্লিনিং
যদি লেপ বা কম্বলের কোনো অংশে দাগ পড়ে, তবে সেটি স্পট ক্লিনিং করতে পারেন। ডিটারজেন্ট মিশ্রিত পানি দিয়ে দাগের ওপর আলতোভাবে ঘষুন। এতে দাগ সহজেই দূর হবে।
এভাবে সামান্য যত্ন নিয়ে লেপ-কম্বলকে দীর্ঘস্থায়ী ও স্বাস্থ্যকর রাখা সম্ভব।
একুশে সংবা//ই.ফা//র.ন
আপনার মতামত লিখুন :