AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পোষ্যের সঙ্গে সম্পর্ক মজবুত করতে চান?


Ekushey Sangbad
লাইফস্টাইল ডেস্ক
০৬:২৭ পিএম, ৮ ফেব্রুয়ারি, ২০২৫
পোষ্যের সঙ্গে সম্পর্ক মজবুত করতে চান?

পোষ্য শুধু একটি প্রাণী নয় বরং অনেকের কাছেই সে পরিবারের অবিচ্ছেদ্য অংশ। ছোট থেকে কোলে-পিঠে করে বড় করার সঙ্গে সঙ্গে তার প্রতি মমতা ও ভালোবাসা গড়ে ওঠে। তবে এই টান শুধু একতরফা নয়, পোষ্যও মনিবের প্রতি সমানভাবে সংযুক্ত থাকে। সারাদিনের ব্যস্ততা শেষে বাড়ি ফিরে মনিবের সান্নিধ্য পেতে উদগ্রীব হয়ে থাকে সে।

তবে শুধু সঙ্গ দিলেই হবে না, পোষ্যের আবেগ ও প্রয়োজন বুঝতে পারাও জরুরি। পোষ্যের সঙ্গে কীভাবে সম্পর্ক আরও দৃঢ় করবেন?

১. পর্যাপ্ত সময় দিন 

পোষ্যের সঙ্গে সময় কাটানো খুব গুরুত্বপূর্ণ। প্রতিদিন অন্তত কিছুটা সময় তাকে নিয়ে হাঁটতে যান, খেলুন। এটি কেবলমাত্র তার শারীরিক সুস্থতার জন্যই নয়, মানসিকভাবে আনন্দিত রাখার জন্যও জরুরি। নতুন জায়গায় ঘুরতে নিয়ে গেলে সে আরও উচ্ছ্বসিত হবে।

২. তার ভাষা বোঝার চেষ্টা করুন

পোষ্যের অভিব্যক্তি ও ডাকের অর্থ বোঝার চেষ্টা করুন। তাদের শরীরী ভাষার মাধ্যমে তারা নিজেদের আবেগ প্রকাশ করে। ধৈর্য ধরে তার প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করুন, এতে দুজনের মধ্যে বোঝাপড়া আরও মজবুত হবে।

৩. প্রশিক্ষণ দিন

সঠিক প্রশিক্ষণ শুধু পোষ্যের শৃঙ্খলাবোধ তৈরি করে না, বরং তার সঙ্গে সম্পর্কের উন্নতিতেও সহায়ক হয়। প্রশিক্ষণের মাধ্যমে সে আপনার কথা ভালোভাবে বুঝতে শিখবে এবং আপনিও তার প্রতিক্রিয়া বোঝার দক্ষতা অর্জন করবেন।

৪. খেলার মাধ্যমে সম্পর্ক দৃঢ় করুন

পোষ্যের সঙ্গে খেলাধুলা করা সম্পর্ক উন্নতির একটি অন্যতম উপায়। ঘরে কিংবা বাইরে, তার জন্য কিছু সময় বরাদ্দ করুন। দৌড়াদৌড়ি করা, বল ছোড়া বা ছোটখাটো ধাঁধা খেলার মাধ্যমে সে আনন্দ পাবে এবং সম্পর্কের বন্ধন আরও দৃঢ় হবে।

৫. আদর ও ভালোবাসা প্রকাশ করুন

মানুষ যেমন স্নেহ-ভালোবাসা চায়, পোষ্যেরও তেমনই প্রয়োজন হয়। তাকে সময়মতো আদর করুন, কোলে নিন, মাথায় হাত বুলিয়ে দিন। এতে সে আপনাকে আরও বেশি বিশ্বাস করতে শিখবে।

একজন পোষ্যের কাছে তার মনিবই পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাই তার প্রতি যত্নশীল থাকলে, সে আপনার প্রতি আরও বেশি নির্ভরশীল হয়ে উঠবে এবং সম্পর্ক হবে অটুট।

একুশে সংবাদ/ এস কে

 

Link copied!