প্রতিটি মানুষের রয়েছে দুষ্ট মিষ্টি একটি শৈশব। আর সেই শৈশবের খেলার সাথী হিসেবে আমাদের অনেকেরই প্রিয় ছিল টেডি বিয়ার। নরম ও মিষ্টি এই খেলনাটি শুধুমাত্র শিশুদের নয়, বড়দের মনেও বিশেষ জায়গা করে নেয়। ভালোবাসা প্রকাশের এক সুন্দর উপহার হিসেবেও এটি জনপ্রিয়।
আজ ভ্যালেন্টাইন সপ্তাহের চতুর্থ দিন। সারা বিশ্বে ( ১০ ফেব্রুয়ারি ) ‘টেডি ডে’ পালিত হয়। এই দিনে প্রিয়জনকে টেডি বিয়ার উপহার দেওয়ার মূল উদ্দেশ্য হলো তাদের প্রতি ভালোবাসা ও স্নেহ প্রকাশ করা। আপনার কাছের মানুষ যখন দূরে থাকেন, তখন আপনার দেওয়া টেডি তাকে আপনাকে অনুভব করার সুযোগ করে দেয়। এটি জড়িয়ে ধরলে একাকীত্ব কিংবা ক্লান্তি যেন মুহূর্তেই দূর হয়ে যায়।
টেডি বিয়ার কেবল একটি খেলনা নয় বরং মনের সুখ-দুঃখ ভাগ করে নেওয়ার এক নীরব সঙ্গী। ব্যস্ত জীবনে কাজের চাপের মধ্যেও টেডি বিয়ার হয়ে উঠতে পারে একটুখানি প্রশান্তির উৎস।
পাশ্চাত্য সাহিত্যে টেডি বিয়ারকে ‘গোপন রক্ষক’ বলেও দেখা হয়। অনেক সময় মন খারাপের মুহূর্তে এটি বুকে জড়িয়ে ধরলে মানসিক প্রশান্তি আসে এবং একাকীত্বের অনুভূতি কমে যায়।
তাই, প্রিয়জনকে নিজের অস্তিত্বের ছোঁয়া দিতে আজই উপহার দিন একটি সুন্দর টেডি বিয়ার। এটি হতে পারে প্রেমিক-প্রেমিকা, বন্ধু, ভাই-বোন কিংবা বাবা-মায়ের জন্যও। ভালোবাসার ছোঁয়ায় নরম এক টেডি দিয়েই প্রকাশ করুন মনের কথা।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :