ভালোবাসা শুধু আবেগের বিষয় নয় বরং আস্থা, বিশ্বাস ও প্রতিশ্রুতির ওপর ভিত্তি করেই তা টিকে থাকে। প্রমিস ডে সেই প্রতিশ্রুতির দিন, যা প্রতি বছর ১১ ফেব্রুয়ারি উদ্যাপিত হয়। এই দিনে মানুষ তাদের প্রিয়জনের সঙ্গে আজীবন পাশে থাকার অঙ্গীকার করে, যা সম্পর্ককে আরও শক্তিশালী করে তোলে।
প্রমিস ডে-এর তাৎপর্য:
প্রেমিক-প্রেমিকা, স্বামী-স্ত্রী থেকে শুরু করে বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যদের মধ্যেও বিশ্বাসের বন্ধন দৃঢ় করতে এই দিনটি গুরুত্বপূর্ণ। এটি শুধু ভালোবাসার সম্পর্ক নয় বরং সকল প্রকার মানবিক সম্পর্কের জন্যও বিশেষ তাৎপর্য বহন করে। এই দিনে প্রিয়জনের সঙ্গে সময় কাটিয়ে বা বিশেষ মুহূর্ত ভাগ করে নেওয়া হয়। এছাড়াও চিঠি, কার্ড বা মেসেজের মাধ্যমে আন্তরিক প্রতিশ্রুতি জানানো হয়।
প্রমিস ডে-এর সামাজিক গুরুত্ব:
শুধু অন্যদের প্রতিই নয়, নিজেকেও প্রতিশ্রুতি দেওয়া জরুরি— আত্মোন্নয়ন, স্বপ্ন পূরণ এবং জীবনের লক্ষ্য অর্জনের জন্য। প্রতিশ্রুতি রক্ষা করা সম্পর্কের স্থায়িত্ব বাড়ায় এবং বিশ্বাসের ভিত মজবুত করে। তাই শুধু প্রতিজ্ঞা নয়, সেটি বাস্তবে রূপ দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
উল্লেখ,প্রমিস ডে: প্রতিশ্রুতি বন্ধনে সম্পর্কের প্রতি বিশ্বস্ত থাকার অঙ্গীকার করা হয়, যা ভালোবাসাকে আরও গভীর করে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :