AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৫ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফ্যাশন সচেতন নারীদের জন্য লিলি নিয়ে এলো প্রিটি পাউট টিন্টেড লিপগ্লস


Ekushey Sangbad
লাইফস্টাইল ডেস্ক
০৬:৫১ পিএম, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
ফ্যাশন সচেতন নারীদের জন্য লিলি নিয়ে এলো প্রিটি পাউট টিন্টেড লিপগ্লস

সাম্প্রতিক সময়ে বিউটি ট্রেন্ডে ব্যাপক সাড়া ফেলছে লিপগ্লস। আর তাই ফ্যাশন সচেতন নারীদের চাহিদাকে প্রাধান্য দিয়ে রিমার্ক এলএলসি, ইউএসএ এর অ্যাফিলিয়েটেড বিউটি ব্র্যান্ড ‘লিলি’ বাজারে নিয়ে এসেছে ক্যান্ডি, গ্লিটজ, জলি, বাবলস ও ইউনিকর্ন - এই ৫টি শেইডের লিলি প্রিটি পাউট টিন্টেড লিপগ্লস। 

এই টিন্টেড লিপগ্লসগুলোতে রয়েছে আলমন্ড অয়েল যা ঠোঁটের ময়েশ্চার ধরে রাখে, ফাটাভাব দূর করে,  ঠোঁট রাখে মসৃন। এছাড়াও রয়েছে, হুইট জার্ম অয়েল যা ঠোঁটকে করে শাইনি ও ময়েশ্চারাইজড। আর, নন - স্টিকি হওয়ায় খুব সহজেই ঠোঁটে অ্যাপ্লাই করা যায়।

রিমার্ক এইচবি লিমিটেডের কালার কসমেটিকসের ক্যাটেগরি হেড, সিনিয়র অপারেটিভ ডিরেক্টর হাসান ফারুক বলেন, ‘লিলির অন্যান্য পণ্যের মত এই লিপগ্লস রেঞ্জটিও অল্প সময়েই সৌন্দর্য পিপাসুদের মাঝে সাড়া ফেলতে সক্ষম হবে বলে আমরা মনে করি। এই লিপগ্লস রেঞ্জটির কালারফুল শেড ও শাইনি লুক নারীদের সৌন্দর্যে যোগ করবে ভিন্ন এক মাত্রা।’ ক্যাজুয়াল মিটআপ, অফিস মিটিং, ক্লাস প্রেজেন্টেশন, পার্টি বা যেকোনো ইভেন্টে গ্ল্যামলুককে আরো বাড়িয়ে দিতে লিলি প্রিটি পাউট টিন্টেড লিপগ্লস রেঞ্জ ভোক্তাদের মন কেড়ে নিবে বলে আশা ব্যক্ত করেছেন তিনি।

বাংলাদেশের বাজারে বিদেশি আমদানি নির্ভর প্রসাধনী পণ্যের পরিবর্তে অথেনটিক ও আধুনিক প্রযুক্তিতে তৈরি পণ্য মানুষের হাতের পৌঁছে দেয়ার পাশাপাশি বিশ্ববাজারে একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে রিমার্ক এইচবি লিমিটেডের বিউটি ব্র্যান্ড ‘লিলি’।

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!