AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ৮ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সকালে কাঠবাদাম খাওয়ার বিশেষ উপকারিতা


Ekushey Sangbad
লাইফস্টাইল ডেস্ক
০৬:১৮ পিএম, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
সকালে কাঠবাদাম খাওয়ার বিশেষ উপকারিতা

কাঠবাদাম শুধু স্বাদেই নয়, পুষ্টিগুণেও ভরপুর। এতে রয়েছে প্রচুর ভিটামিন, মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের নানা উপকারে আসে। বিশেষ করে সকালবেলা খালি পেটে কাঠবাদাম খেলে তার উপকারিতা আরও বেড়ে যায়।

চলুন তাহলে জেনে নেওয়া যাক, সকালে কাঠবাদাম খাওয়ার ৭টি বিশেষ উপকারিতা

১. মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায়

কাঠবাদামে রয়েছে ভিটামিন ই এবং ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, যা মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে এবং স্মৃতিশক্তি বৃদ্ধি করে। এটি স্নায়ুতন্ত্রের সুস্থতাও বজায় রাখে।

২. ত্বক উজ্জ্বল করে

ভিটামিন ই সমৃদ্ধ কাঠবাদাম ত্বকের জন্য খুব উপকারি। এটি ত্বককে উজ্জ্বল ও মসৃণ করে এবং বয়সের ছাপ পড়তে দেয় না।

৩. এনার্জি বৃদ্ধি করে

প্রতিদিন সকালে দু-তিনটি কাঠবাদাম খেলে দিনভর এনার্জি লেভেল ঠিক থাকে। এতে থাকা প্রোটিন, ম্যাগনেসিয়াম এবং ফ্যাট শরীরে শক্তি জোগায় এবং ক্লান্তি দূর করে।

৪.  হজম শক্তি বাড়ায়

কাঠবাদামে প্রচুর ফাইবার রয়েছে যা হজম শক্তি উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। সকালে খালি পেটে খেলে হজম প্রক্রিয়া আরও সক্রিয় হয়।

৫. হৃদযন্ত্রের জন্য ভালো

কাঠবাদাম খেলে খারাপ কোলেস্টেরল কমে এবং ভালো কোলেস্টেরল বেড়ে যায়। যার ফলে হৃদযন্ত্র সুস্থ থাকে। এছাড়াও এতে থাকা পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে।

৬.ওজন নিয়ন্ত্রণে রাখে

কাঠবাদামে থাকা ফাইবার এবং প্রোটিন দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে, ফলে অতিরিক্ত ক্ষুধা পায় না। এটি মেটাবলিজম বাড়িয়ে ওজন নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে।

৭. চুলের স্বাস্থ্য ভালো রাখে

ভিটামিন বি এবং ম্যাগনেসিয়াম সমৃদ্ধ কাঠবাদাম চুলের গোড়া মজবুত করে।এছাড়াও চুল পড়া কমায় এবং দ্রুত চুল বৃদ্ধিতে সাহায্য করে।

উল্লেখ, প্রতিদিন সকালে মাত্র ২-৩টি কাঠবাদাম খাওয়ার অভ্যাস করলে শরীর ও মনের সার্বিক উন্নতি নিশ্চিত করা যায়। তবে যারা অ্যালার্জি কিংবা স্বাস্থ্যগত সমস্যায় ভুগছেন, তারা ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে পারেন।

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!