AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৮ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ত্বকের যত্নে ব্যবহার করুন গাঁদা ফুল দিয়ে তৈরি ক্রিম


Ekushey Sangbad
লাইফস্টাইল ডেস্ক
০৭:৫৫ পিএম, ২০ ফেব্রুয়ারি, ২০২৫
ত্বকের যত্নে ব্যবহার করুন গাঁদা ফুল দিয়ে তৈরি ক্রিম

গাঁদা ফুল শুধু ঘর সাজানো বা পূজায় ব্যবহৃতই হয় না বরং ত্বকের যত্নেও দারুণ উপকারী। অ্যান্টিসেপ্টিক এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণাগুণের কারণে এটি ত্বকের বিভিন্ন সমস্যায় কার্যকরী একটি উপাদান। গাঁদা ফুলে থাকা ফ্ল্যাভোনয়েডস ও ক্যারোটিনয়েডস ত্বকের কালচে ভাব দূর করে। আপনি ঘরে বসেই খুব সহজে এই ফুল দিয়ে তৈরি করতে পারেন ত্বকের জন্য প্রাকৃতিক ক্রিম। বিশেষ করে শীতকালে শুষ্ক ত্বকের যত্নে এটি খুব কার্যকর। 

ক্রিম তৈরির উপকরণ: ১ মুঠো টাটকা গাঁদা ফুল, গোলাপজল ২-৩ টেবিল চামচ, অ্যালোভেরা জেল ২ টেবিল চামচ, ভিটামিন ই অয়েল কয়েক ফোঁটা, কাঠবাদামের তেল ১ চা চামচ।

ক্রিম তৈরির পদ্ধতি: গাঁদা ফুলের পাঁপড়ি ছাড়িয়ে ভালো করে ধুয়ে ফুলের সবুজ বৃন্ত ফেলে দিন। পাঁপড়িগুলো গোলাপজলের সঙ্গে মিক্সিতে পেস্ট করে পরিষ্কার কাপড় দিয়ে মিশ্রণটি ছেঁকে নিন। একটি পাত্রে অ্যালোভেরা জেল, ভিটামিন ই অয়েল এবং কাঠবাদামের তেল নিন এবার তাতে গাঁদা ফুলের রস মিশিয়ে মিশ্রণটি ভালো করে ফেটিয়ে ক্রিমের মতো ঘন ও মসৃণ করুন। তারপর মিশ্রণটি পরিষ্কার কাচের শিশিতে সংরক্ষণ করুন।

ক্রিম ব্যবহারের পদ্ধতি: প্রতিদিন রাতে মুখে ও ত্বকের শুষ্ক অংশে ক্রিমটি ব্যবহার করতে পারেন। শুষ্ক ত্বকের জন্য এটি বিশেষ উপকারী।

সতর্কতা: যাদের ফুলে অ্যালার্জি আছে, তারা আগে হাতে পরীক্ষা করে নিন। ত্বকে সমস্যা দেখা দিলে ব্যবহার বন্ধ করুন।

গাঁদা ফুলের এই ঘরোয়া ক্রিম ত্বককে মসৃণ, উজ্জ্বল ও স্বাস্থ্যকর রাখতে সাহায্য করবে। বাজারের কেমিক্যালযুক্ত প্রোডাক্ট এড়িয়ে প্রাকৃতিক সমাধানে ফিরে আসুন!

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!