আমার বউ শোভা
বাহিরে ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে, আধো-আধো কোয়াশায় ডাকা ছিল সারাটা দিন।শোভা বারান্দায়ই শুয়ে ছিল একা, আমি বাজার থেকে আগেই তরিঘরি করে চলে এসেছি বৃষ্টি হবে ভেবে।সন্ধের কালো আধার এখনো ঘ্রাস করে নেয়নি দিনের আলোটুকু।খানিক ইচ্ছে হলো শোভাকে একটু ডাকি, নিমিষেই মনে পড়লো সারাদিন বউটার উপর অনেক ধকোল গেছে।তাই হয়তো এই