AB Bank
ঢাকা রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভুল নক্ষত্রে প্রদক্ষিণ "


Ekushey Sangbad
ইকবাল হাসান কাজল
০৩:৫৫ পিএম, ১৩ জুলাই, ২০২৪
ভুল নক্ষত্রে প্রদক্ষিণ

ভুল নক্ষত্রের প্রদক্ষিণে জ্বলে অন্তর"
গ্রহান্তরের অনিমেষ অবয়বে প্রদক্ষিণ-
মানুষের প্রাপ্যতা নিয়ে জ্বলে বুকের গহিণে।

প্রিয়ারডাগর চোখে খুঁজি মানবতার মুক্তি"
আমার মানচিত্রে স্বাধীন পতাকার উড্ডয়ন-
ওখানে লাল রক্তে লেখা মুক্তির গান।
সবুজের আল্পনায় জাগে শান্তির প্রত্যয়।

রাজপথে মিছিলে দৃপ্ত উচ্চারণ উর্ধ্বমুখি"
প্রিয়ার দু’চোখে খুঁজি দেশাচার দেশপ্রেম-
তুমার বুকের নরম পলিমাটিতে দেশমাতা।

নিদরূণ অহমিকায় দ্রোহ-প্রেম একাকার হয়"
পবিত্র এক মাতৃভূমির স্বপ্নকে বয়ে বেড়াই-
যেখানে হাজার বছরের বিপ্লব -বিদ্রোহ ধাবমান।

আমি খুঁজি প্রেম, স্বদেশ ভূমি,বাংলা -বাঙ্গালী"
মা-মাতৃভূমি, এই আকাশ সকল,দুপুর,রাত-
শেষ রাতের ভৌতিক চাঁদের আলো,
মাঝরাতের নিরবতার আঁধার।

ভালবাসি মাটি আর মানুষকে "
স্বপ্নের ছায়াপথ মারিয়ে ভিন্ন গ্রহ-গ্রহান্তরে-
জ্বলে অন্তর,নশ্বর দেহ, অবিনশ্বর আত্মা‍‍`
জাগতিক সুখের মোহ, কামনার স্রোত।

উদাসী হাওয়ার মাতাল সমীরণ"
এলোমেলো বেলা-অবেলায় ভাসমান-
বিষের পেয়ালা আকন্ঠ পান করেছি‍‍`
স্বার্থের দৃষ্টি পথে পাগল বাউল।

আদিম গুহায় জংলী সভ্যতায় খুঁজি প্রেম"
একবিংশ শতাব্দীর দোর গোরায় জন্জাল-
তবু পবিত্র আত্মার প্রভাত ফেরি ‍‍`
ফুলের জলসার,পাখীর গানে‍‍`
কোকিলের বিরহী ঐকতানে‍‍`
আকাশের নীল সিমানা জুড়ে‍‍`
খুঁজি প্রেম, খুঁজি মানবতা,স্বাধীনতা, মুক্ত ধরণী।

একুশে সংবাদ/ই.হা.কা/হা.কা

Link copied!