ঘুম থেকেই উঠে সবার
একটা জায়গায় সুখ
যেমন থাকুক তবুও
দেখবে ফেসবুক।
হোয়াটসএ্যাপ, মেসেঞ্জারে
কথার মেলা চলে,
সুযোগ পেলেই মোবাইলে
ভালো মন্দ বলে।
ইমোতে নাকি সরাসরি
ছবিটি যায় দেখা,
ফেসবুক নিয়ে বসে
যখন থাকে একা।
পরিবারের সবার চলে
ডিজিটাল আলাপন,
কেউ এখন কারো নয়
ভাল্লাগে না মন।
ছোট বড় সবার চাই
মোবাইল নিয়ে থাকা,
মাঝে মাঝে নিজেরে
লাগে শুধুই একা।
পারিবারিক মেলবন্ধন
এভাবেই হয় শেষ,
বলতে পারেন মোবাইলে ঠিক
আছি কেমন বেশ।
একুশে সংবাদ.কম/এ.হ.জা.হা
আপনার মতামত লিখুন :