ইচ্ছে হলেই ডানা মেলে
যেথায় খুশি উড়ি,
কখনো বা মন হতে চায়
বারোয়ারি ঘুড়ি।
মন কখনো উড়ে বেড়ায় -
চাঁদের ওই দেশে
চাঁদের বুড়ির খোঁজে বেড়াই
আঁধার রাতের শেষে।
হঠাৎ মন আঁতকে উঠে
কোথায় আমার দেশ
ঝলমলে ওই তারা বলে
তুমি আছ বেশ।
ইচ্ছে শুধু এমনিভাবেই
ঘুরতে দূর দেশে
পাতালপুরী,আকাশপুরী
ডানাকাটা পরীর বেশে।
এমনি ভাবেই কাটুক না দিন
ইচ্ছেগুলো নিয়ে,
সবটাই আমি পূরণ করবো
শৃঙ্খল সব ভেঙ্গে দিয়ে।
একুশে সংবাদ.কম/এ.হ.জা.হা
আপনার মতামত লিখুন :