পঁচে গেলেও আমি আদার
অনেক অনেক দাম,
মাছ, মাংস সবজি করে,
আমার অনেক নাম।
পেঁয়াজ বলে নয় পাকামো
আমিই সবার সেরা,
মাছ মাংসের স্বাধ বাড়াতেই
আমার যে সব প্যারা।
লম্পঝম্পে রসুন বলে-
নাকটা করে ভারী।
আমায় ছাড়া দেখছি যে বেশ
তোদের খবরদারি!
স্বাদে মানে আমায় লাগে
এটাই আমার উক্তি,
আমায় ছাড়া মানায় কি বল
তোদের কথার যুক্তি?
হটবে না কেউ একটুও পিছু,
চলে তাদের তর্ক গান,
তিনটারিই সমান প্রয়োজন।
বাড়াতে খাবারের মান।
একুশে সংবাদ.কম/এ.হ.জা.হা
আপনার মতামত লিখুন :