AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘‘খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের বিরত্ব গাথা” বইয়ের মোড়ক উন্মোচন


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:১২ পিএম, ৯ এপ্রিল, ২০২৩
‘‘খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের বিরত্ব গাথা” বইয়ের মোড়ক উন্মোচন

খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা এসোসিয়েশনের উদ্যোগে আলহাজ্ব মোঃ শাহজাহান কবির বীর প্রতিকের লেখা ‘‘খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের বিরত্ব গাথা” বইয়ের মোড়ক উন্মোচন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়া।

 

রোববার (৯ এপ্রিল) সকাল ১১টায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের হলরুমে এই বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

 

ক্যাপ্টেন শাহাব উদ্দিন আহমেদ বীর উত্তম এর সভাপতিত্বে উক্ত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ষ্কোয়ার্ডন লিডার লিয়াকত আলী খান বীর উত্তম।

 

মুক্তিযুদ্ধের সবচেয়ে দূর্লভ কাজটি ‘‘খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের বীরত্ব কাহিনী” বইটির মাধ্যমে তুলে ধরার জন্য শাহজাহান কবির বীর প্রতীককে অশেষ ধন্যবাদ জানান খাজা মিয়া। এ সময় তিনি ভবিষ্যতে এ ধরনের গবেষণামূলক কাজ করে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান।

 

বিশেষ অতিথি হিসেবে লিয়াকত আলী খান বীর উত্তম মহান মুক্তিযুদ্ধের এই ধরনের গবেষণামূলক কাজের মাধ্যমে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জাতির সামনে তুলে ধরার জন্য সকল লেখকদের প্রতি আহ্বান জানান। 

 

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন মেজর আশরাফ উদ্দিন বীর প্রতীক, গোলাম আজাদ বীর প্রতীক, মাহবুব এলাহী রঞ্জু বীর প্রতীক, শেখ আব্দুল মান্নান বীর প্রতীক ও বীর মুক্তিযোদ্ধা আব্দসু সামাদ পিন্টু। 

 

একুশে সংবাদ.কম/ব.খ.প্র/জাহাঙ্গীর

Shwapno
Link copied!