মাঝি হবি ?
তামান্না মহুয়া
এ্যাই , তুই কি আমার মাঝি হবি?
কাশ বনেতে বসত দিবি,
ডিঙ্গি নৌকায় ঠাঁই দিবি,
নদীর পাড়ে ঘুরতে নিবি।
মাস শেষে ,
গোলাপী সুতির শাড়ি দিবি ,
সবুজ রঙ্গের ফিতা , লাল চুড়ি ,
লাল লিপষ্টিক ,আর আলতা দিবি ।
তোর মন ভাঙ্গনের বিকেল বেলায়
যখন তুই সমাজ ছাইড়া একলা হবি ,
বুকডা যখন ভারী হবে,
আমারে তুই পাশেই পাবি ।
এ্যাই , তুই কি আমার মাঝি হবি ?
সাঁজের বেলার সুখ হবি?
আমারে একটা ঘর দিস্,
তোরে আমি গল্প দিবো।
তোর ক্লান্ত হাতের সঙ্গী হবো,
মাথা রাখার বালিশ হবো,
আমি তোর বিছানা হবো,
ভাত -মাছের রাঁধূনি হবো,
দুইটা বাসনের মালকিন হবো,
মাস গড়িয়ে বছর পেরুলে
দেখতে অবিকল তোর মতোন
বিচ্ছু বেটার “মা” হবো,
তুই কি আমার মাঝি হবি?
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :