শবে বরাতের ছুটিতে জমে উঠেছে অমর একুশে বইমেলা। মেলা শেষদিকে হওয়ায় এদিন ছুটি উপলক্ষ্যে ছুটে এসেছেন অনেকেই। দুপুরের পর থেকে ভিড় বাড়ছে। বিকেল নাগাদ পুরো মেলা লোকে লোকারণ্য হয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরের পর মেলা ঘুরে ও বিভিন্ন জনের সঙ্গে কথা বলে এমনটি জানা গেছে।
এদিন মেলায় নানা বয়সী মানুষের ভিড় বাড়ছে। বিশেষ করে সপরিবারে মেলায় এসেছেন অনেকে। মেলার শিশু কর্নার ও স্টলগুলোতে বেশ ভিড় দেখা যায়।
ছুটির দিন হওয়ায় সকাল থেকে দর্শনার্থীরা আসতে শুরু করেছে। দুপুর ১২টা নাগাদ গেট খুলে দেওয়া হলে মেলার উদ্দেশ্যে আগতরা প্রবেশ করতে শুরু করেন। এখনও সমান তালে লোকজন ভেতরে প্রবেশ করছেন। তবে ছুটির দিনে লোকজন বেশি আসায় বিক্রিবাট্টা বেশি হবে বলে মনে করছেন দোকানিরা।
বিস্তারিত ছবিতে-
একুশে সংবাদ/ন.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :