ছন্দের খেলায়,
কবিতায় কবি,"
হৃদয় পল্লবে আঁকে,
জীবনের ছবি।
প্রেমের কাব্যে,
ছুয়ে যায় মায়াবিনী "
কুহক স্বপ্নে আবিষ্ট,
কাটে দিবস যামিনী।
দ্রোহ প্রেম,
খেলা করে চোখে "
স্বর্গের দুনিয়া,
বাস করে বুকে।
মোহ মায়ায় ভাসে,
প্রকৃতি ও নারী "
কবির ঘুম ভাঙায়,
সে চির সুন্দরের পূজারি।
অন্যায় অবিচার,
কবিতার প্রতিবাদ"
অগ্নি স্ফুলিঙ্গ জ্বলে
জালিমের বুকে করে পদাঘাত।
কবি আর কবিতা,
অন্ধ আবেগ মেখে "
জগৎ করেছে আলো,
বিধাতার সত্যটা দেখে।
জাগায় ঘুমন্ত বিবেক,
বিপ্লব বিদ্রোহে"
সাগরের ঢেউ,
আছড়ে পড়ে মহাসমারোহে।
একুশে সংবাদ/হ.ক.প্র/জাহা
আপনার মতামত লিখুন :