এটমের বিকল্প এটম’ই তো নয়
জনরোষ তা থেকেও ভয়ঙ্কর হয়।
গণঅভ্যুত্থান সম প্রতিবাদ যত
মনে করা হয় ঝাঁজ এটমের মত।
জনসমর্থন করে খুব শক্তিশালী
যখন ছিন্ন হয় ঘিরে চোরাবালি।
সরকার বিচলিত জনতার রোষে
গদি হয় নড়বড়ে যদি উঠে ফুঁসে।
এটম চালিত হয় রাজ শক্তি দ্বারা
বিক্ষোভ হয় না কভু জনগণ ছাড়া।
জনতার সম্পৃক্ততা ক্ষমতার মূল
অবজ্ঞা ধ্বংস করে কর্তৃত্ব বিলকুল।
বিজ্ঞদের অবস্থান জনতার পাশে
জনতাও তাহাদের খুব ভালবাসে।
নিউইয়র্ক, আমেরিকা ১১-৩-২০২৪
আপনার মতামত লিখুন :