প্রতি মানুষের থাকে নীতিগত জ্ঞান
যখনই হারায় তা জোটে অপমান।
নীতিবোধ চরিত্র মাঝে কষ্টি পাথর
যা দ্বারা যাচাই হয় চরিত্রের জোর।
নীতি যার ভাল নয় আত্মাটা মরা
অশান্তি জীবন জুড়ে বিষময় ধরা।
নীতিহীন ধনে জনে খুঁজলেও সুখ
হয় না সুখী সে কভু বাড়ে শুধু দুঃখ।
নিজ স্বার্থ উদ্ধারে অপরের অনিষ্ট
দুর্দশা দুর্বিপাক সদা তাদের ঘনিষ্ঠ।
প্রশান্তির জন্ম হয় নীতির আঁধারে
পরিতৃপ্ত দেখা যায় নীতিবানদেরে।
অন্যের প্রশান্তি আর সুখ চায় যারা
অটল নীতির ফলে সুখী হয় তারা।
নিউইয়র্ক, আমেরিকা
আপনার মতামত লিখুন :