একটি মৃত্যু
হয়তো কোনদিন দেখা হবে জীবনের সাথে।
দুজনে বসবো কোন অজানা পথের ধারের, অখ্যাত এক কৃষ্ণচূড়ার নিচে।
আমি থাকবো চঞ্চল, অসহিষ্ণু বিরক্তি আর প্রশ্নে ভরা।
জীবন তখন জরাগ্রস্ত, ধীর৷
ভুলের পাহাড়ের নিচে বিবর্ণ ঘাসের মতন।
জীবনের ঘোলাটে চোখের দিকে অভিযোগ ছুড়ে দিয়ে উত্তরের অপেক্ষায় .....
হাজারটা কেন? তর্ক যুক্তি সাজিয়ে আমি প্রস্তুত৷
কী চেয়েছিলাম? খুব বেশি কিছু?
ভালোবাসা, স্নেহ, কারোর করুণা পাবার মতন যোগ্যতা কি ছিলো না?
কেন? কেন? কেন?
ব্যর্থতা দিয়ে মুড়ে দেওয়া জীবনকে আমি বিদ্ধ করবো, উপহাস ফিরিয়ে দেবো নিজের মনে জমা ছিলো যত।
সময় কেটে যাবে, জীবন নিশ্চুপ যেমন সারাজীবন নিশ্চুপ থেকেছে আমার মাটি-পাথরের ইশ্বরেরা।
একটা সময় আমি ক্লান্ত হয়ে মাথা রাখবো মাটিতে।
কৃষ্ণচূড়ার শিকড়ের গভীর আলিঙ্গনে থেমে যাবে শব্দ।
যেমন ঠাকুরের পায়ে মাথা কুটতে কুটতে তার পা জড়িয়ে শুয়ে পড়তাম।
জীবন তখন আমার সব অভিযোগ, দেনা-পাওনা মিটিয়ে দেবে নীরবে।
একটি ঘুম...
একটি মৃত্যু ৷
একুশে সংবাদ/ এসএডি
আপনার মতামত লিখুন :