প্রতারণা
এসএম মোজাম্মেল হক
প্রতারণা শব্দটি নিছক এক শব্দ না
এর সাথে জড়িত জনতার ভর্ৎসনা।
প্রতারণা করে যারা ভাবে কেউ দেখে না
অথচ তারাই অন্ধ দেখেও যে দেখে না।
প্রতারক লাভ খুঁজে মিথ্যা ও ছলনায়
অবৈধ তবু তাতে কিছু নাহি এসে যায়।
প্রতারণার অপরাধ যাকে ভাবে কর্ম
প্রতারণা থেকে আয় তার কাছে ধর্ম।
সুপথে চলাই যাদের ভাবনায় বোকামি
প্রতারণা তাদের কাছে সত্যিই পাকামি।
প্রতারক ভাবে তার প্রতারণা বাহাদুরি
অথচ লোকের কাছে যা স্রেফ জোচ্চুরি।
অপরাধ সাথী করে প্রতারক বেচে রয়
সৎ মানুষের থেকে ঘৃণা শুধু পেতে রয়।
একুশে সংবাদ/এসএডি
আপনার মতামত লিখুন :