আদিম অসভ্যতা ছন্দ হারায়`
ছায়াপথ হারিয়ে খুঁজে মানুষ
অবাক জানোয়ার হয়ে জন্মেছি
গিলে খাই মানুষ কিংবা মানবতা
সভ্যতার জামা কাপড় খুলে দেখেছি।
নির্লজ্জ ধর্ষণের আলামত রয়েছে
নগ্ন অবয়বে কামাতুর অন্ধ আবেগ
ছিঁড়ে খায় মানুষের মানচিত্র
আকাশের বুক চিরে অশুভ নৃত্য করে
হিংস্র শকুনির ছায়ায় ঢেকে যায় জমিন।
এমনি করে শত সকাল শত বিকাল তরপায়
নর আতিথিয়তায় জ্বলে দেশ-দেশান্তর
সিমানা পেরিয়ে আসে বিকৃত কামচার
মানুষকে চিরে ফেলে দেয় চিল শকুন
অূধীর ব্যাকুল তায় কাটে প্রহর অনুচ্চ।
এমনি সভ্যতা চাইনা নষ্ট লোকের ছায়া
ছিঁড়ে ফেলে দাও এমনি হিংস্রতা দ্ধার
ধ্বংসের দামামা বাজিয়ে দাও
দানবের নষ্ট দুনিয়া জ্বালিয়ে পুরাও
এমনি মানুষ কিইবা প্রয়োজন হয়।
একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :