মাঝি
শাহেদ শফিক
আমার গাঁয়ের মাঝে আছে
মস্ত বড় খাল,
সেই খালেতে নায়ের মাঝি
তুলছে যে তার পাল।
বলছি তারে ও মাঝি ভাই
যাচ্ছ এখন কই?
‘মেঘনা পাড়ের ডাক পড়েছে
কেমনে বসে রই?’
তোমার সাথে যাবো আমি
আমায় সাথে নাও
‘বিকাল বেলা এসো ও ভাই
এখন তবে যাও।’
বিকাল বেলা আসছি আবার
গেলাম সাথে তার
ধরলাম কতো ইলিশ-বোয়াল
মেঘনা হয়ে পার।
নৌকা নিয়ে নদীতে যায়
আমার গাঁয়ের মাঝি
কষ্ট-ক্লেশে দিন কেটে নেয়
মুখে রেখে হাসি।
ছলাত্ ছলাত্ ঢেউয়ের সাথে
খেলছি কতো খেলা,
আনন্দ আর সুখে মোদের
কাটতো সারা বেলা।
আপনার মতামত লিখুন :