কবুল করো হে প্রভু
মো. সাইফুল ইসলাম নাদিম
প্রভু দয়াময় ক্ষমা করো মোরে
জীবনের যত অন্যায়।
লোভ-লালসা যেনো কখনো আর
মোরে নাহি পায়।

মাতা পিতা ভগ্নী ভ্রাতা
তোমার মত কেহই নয়,এতটা আপন।
অসীম করুণায়, ভরিয়ে দিয়েছো তুমি
আমার এ জীবন।

ধরণীর কোলে যত আছে
পাহাড় নদী সমতল।
চন্দ্র সূর্য ঝর্ণাধারা
মোদের দিয়েছে বায়ু সুশীতল।

মানুষ অমানুষ দুটোই দেখেছি আমি
অজস্রবার দেখেছি মানবতার অবক্ষয়।
মিনতি তোমায় হে প্রভু
মিজানের মাঠে যেন পাই, মানুষের পরিচয়।
নিদান কালে কণ্ঠে যেন থাকে
পবিত্র কালিমা শাহাদাত।
গভীর নিশীতে কবুল করো হে প্রভু
এ চোখের জল আর দুটি হাত।

তোমার আরশের নিচে
রোজ কিয়ামতে একটু দিও ঠাই।
প্রভু দয়াময় ক্ষমা করো মোরে
জীবনের যত অন্যায়।

----------০---------
আপনার মতামত লিখুন :