সত্য প্রেমের জালে ধরা পড়ে গেলে সমুহ বিপদ। সে স্বপ্ন দেখায়,স্বপ্ন গড়ে, আবার স্বপ্ন কে ভেঙে জীবন কে ছিন্নভিন্ন করে দেয়।দেবতার আশীর্বাদে প্রেম স্বর্গের দুয়ার খুলে দেয়। বিধাতার অভিশাপে সেই প্রেম নরকের অতলে ফেলে দেয়। প্রেম ভাসিয়ে নিয়ে যায় আবার প্রেম ঠিকানা খুঁজে দেয়। রাতের কুহক দিনের কালবেলা সবই তার মাঝেই বসবাস করে। অতীত, বর্তমান, আগামী জুড়ে তার কি মোহময়ী ছায়া। মিথ্যের ছলনায় সত্যের আশীর্বাদে সে কখনো রূপ বদলায়। প্রেম কখনো ছলনাময়ী হয় না, মানব শিশু তার কদর্য বিলাশে প্রেম কে ছলনায় ঢেকে দেয়। হাজারো রূপ মাধুর্যে যেমন তার পথচলা, সেই পৃথিবীতে সব শঠতা, প্রবঞ্চনার রাজ্য গড়ে দেয়। অতনু অন্তরা`র প্রেম সে কথা বাস্তবের দোরগোড়ায় প্রমান নিয়ে আসে। অতনু র পবিত্র চাওয়া পাওয়ার মাঝে অন্তরার স্বার্থের লীলা। সে প্রেমের কলঙ্ক হিসেবেই বেঁচে থাকবে-----ক্রমশ
একুশে সংবাদ/হা.ক.প্র/জাহা
আপনার মতামত লিখুন :