বাবা বলেছিল মানুষ হতে!
আজ বাবা নেই অনেক বছর হলো "
আমি কি মানুষ হতে পেরেছি?
লক্ষ-কোটি মাইল দূরে "
আকাশের তারায় মিশে গেছে আমার বাবা"
বাবা আমি কি মানুষ হয়েছি?
বাবা লা জওয়াব-অসীম শুন্যতায়, দীর্ঘস্বাস ভেসে বেড়ায়।
এলোমেলো জীবনের অলিগলিতে, ব্যার্থতার গ্লানি -
তরপানো কান্নারঁ সূর "তবু -?
এই বুকের পাজরেঁ বিশ্বাষের অনুরণ"
মন্দ কি বাবা ! মানবতার ভোবা কান্নাঁ।
ভিতরে বাহিরে এক এ কম কিশে "
মানুষের কষ্টে বুকের পাজড় পূড়ে-
"""একি হলো না বাবা?
বাবা-নাই বা পেলাম জীবনের ছন্দ "
সবার জীবনে পথের ঠিকানা থাকেনা-!
আমায় ক্ষমা করো বাবা "
মানুষ না হওয়ার অপরাধে।।
একুশে সংবাদ/হ.ক.প্র/জাহা
আপনার মতামত লিখুন :