ধুসর পাথরে ঢাকা দৃষ্টির সীমানা"
লু হাওয়ার মাতামাতি দিগন্তে -
গন্তব্য খুঁজে ফিরি পথ অজানা।
অপার সমুদ্র জুড়ে শুভ্র নীলাকাশ "
গাঙচিল ডানা ঝাপটায় ঢেউয়ের দোলায়-
দুরন্ত পথিকের বুকে অনিশ্চিত দীর্ঘশ্বাস।
নোনাজল করে কোলাহল অবোধ ফেরিওয়ালা "
লাল সূর্যটা ডুবে তার যায় তার গহীন বুকে -
শুধু জেগে রয় নিশি আরাধনায় খোলা জানালা।
একুশে সংবাদ/ কবিতা/ হা.কা
আপনার মতামত লিখুন :