পৃথিবী জুড়ে ছড়িয়ে মায়া আর মমতার বন্ধন। ছোট ছোট আবেদন চাওয়া আর পাওয়ার মাঝে লুকিয়ে থাকে প্রেম। অন্ধ আবেগে প্রেম খুঁজে মরে অনন্তের মায়া। অন্ধকারে ডুবে যেতে যেতে অবলম্বন খুঁজে। দু`হাতে আঁকড়ে ধরতে চায় প্রেমের স্বপ্নীল ছায়াকে। মিথ্যের অহমিকায় সত্য প্রেম কলঙ্কিত হয়, স্বার্থের সংঘাতে মুমূর্ষু জুবুথুবু হয়ে হারিয়ে যায় গহীন অন্ধকারে। তবু প্রেম তার আপন সত্তায় বেঁচে থাকে। যুগ-যুগান্তরের মায়ায় ছড়িয়ে পড়ে দিক দিগন্তে। কি মায়বী সুর, আত্ম অহমিকায় কি চিরন্তন মায়া! পবিত্র এক সংযম আত্মার পবিত্র আবাহন। সবকিছু ছাড়িয়ে যায় সময়কে হারিয়ে দেয়। তবুও প্রেম ভাসিয়ে নেয় অশুভের আস্ফালনকে --ক্রমশ
একুশে সংবাদ/ হা.কা/হা.কা
আপনার মতামত লিখুন :