AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ১৯ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রেম " - পার্ট ১৪


Ekushey Sangbad
ইকবাল হাসান কাজল
০২:৪৫ পিএম, ২৭ জুন, ২০২৪
প্রেম

 প্রেম এক অবিনশ্বর সত্তা, ঐশ্বরিক ভাবে তার জন্ম। মানব মনের কামনা -বাসনা, চাওয়া -পাওয়ার মাঝ বরাবর সে বাস করে। মানুষ এবং মানবতার হাত ধরে তার বেড়ে উঠা। দু‍‍`পা, দুই হাত,দুচোখ ওয়ালা মানুষ হলেই তার মাঝে প্রেমের অস্তিত্ব বিদ্যমান থাকে না। মানুষ নানা রঙে তাকে আবিষ্কার করে। ক্ষেত্র বিশেষে তার বহুমাত্রিক ব্যবহার বিদ্যমান। বিধাতার সৃষ্টির সবচাইতে রহস্যময় অংশ প্রেম। জন্ম, মৃত্যু থেকে শুরু মানব সমাজের ক্রমবিকাশ প্রেমের অস্তিত্ব নিয়ে বয়ে চলে। নারী-পুরুষের অদম্য চাওয়ার মাঝে কখনো প্রেম বাস্তব হয়ে জেগে ওঠে। সত্য, সুন্দর আকর্ষণের মাঝে ও তার বেড়ে উঠা চোখে পড়ে। অসম প্রেম ভয়ানক হয়ে উঠে  । গোলাপের মোহনীয় আকর্ষণে প্রেম মাদকতা ছড়ায়। কাঁটার আঘাতে যা ক্ষতবিক্ষত হয়। হাজারো রূপে সে বেঁচে থাকে, হাজারো ভুলের সীমানায় সে প্রতারণার জাল বিস্তার করে। প্রেমের ফাঁদে পড়ে বিরহের আর্তনাদ শুনা যায়। প্রকৃত প্রেম বিরহের মাঝে বেঁচে উঠে -ক্রমশ

   একুশে সংবাদ/ই.হা.কা/হা.কা
 


 

Link copied!