--আষাঢ়ের দিন গুলি--
মো: মামুন মোল্যা
লেখা ২০- ৬-২৪
গগনে সাদা কালো মেঘ
খল খল হাসি,
খাল বিল জলে থই থই
ব্যাঙে বাজায় বাঁশি।

মাছের পোনা ছুটতে তারা
উজান পানি বেয়ে,
বক বসেছে চুপটি করে
ধরবে ঘেটি চেপে।

নীল আকাশে উড়ছে পাখি
কষ্টে ভরা মন,
কোথায় গিয়ে পড়বে তারা
খাবে কি এখন?
হাসের ছানা চিনছে ঘানা
সন্ধ্যা গেছে ভুলে,
শিয়াল পণ্ডিত বসে আছে
ধরবে সুযোগ পেলে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :