AB Bank
ঢাকা শনিবার, ০৫ অক্টোবর, ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
স্নিগ্ধ নীলিমার কবিতা

কূল ভাঙা ঢেউ


Ekushey Sangbad
স্নিগ্ধ নীলিমা
০৬:১৮ পিএম, ৬ জুলাই, ২০২৪
কূল ভাঙা ঢেউ

কূল ভাঙা ঢেউ

স্নিগ্ধ নীলিমা

সন্ধ্যা সুগন্ধার মোহনায় চৈতালি বিকেলে
পানসি ভাসিয়ে কাটিয়েছি কতটা প্রহর।
পাড়ভাঙা ঢেউ কানে কানে শুনিয়েছে
পূর্বপুরুষের ভিটামাটি আর কঙ্কাল
ভেসে গেছে অচেনা গায়ে পরিচয়হীন।

উজিরপুরে সন্ধ্যা নদী

স্মৃতিচিহ্নহীন উত্তরপুরুষের দৃষ্টির সীমানা।
রয়েছে সে প্রিয়জন এ সবুজ হৃদয়ের এককোণে, 
ভালবাসার বসতবাটিতে, ব্যাকুল হৃদকুঠুরিতে।
আজো নিভৃতে মন কাঁদে, খুঁজে ফিরি সেদিনগুলো।

গ্রামের বাড়ি

নদী এমন কেন হয়! সবকিছু নিয়ে যায়,  
বুকের তার ছিঁড়ে নেয়, ভেসে যায় সুখের ঠিকানা।
গাঙচিল, বালিহাঁস উড়ে যায় রেখে যায় দীর্ঘশ্বাস।

একদিন এপারে ছিল ভালবাসার হাটবাজার,
ফসলের অবারিত মাঠ, মেঠোপথে নরম ঘাস,
বাঁধানো পুকুরঘাট, সুমিষ্ট ফলের বাগান,
ছিল ঘোমটাপরা কিশোরী বধূর সলাজ চাহনি,
লাঙল কাঁধে কৃষাণের প্রিয়ার পানে ফিরেফিরে চাওয়া।

ভালোবাসার সেই গ্রাম

আজ নীড়হারা আপনজনের বসতি এগাঁয়ে ওগাঁয়ে, 
সন্ধ্যার কালোজলে হাহাকার বিষন্নতার মরমি গান।


একুশে সংবাদ/

 

 

Link copied!