AB Bank
ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভুল নক্ষত্রে প্রদক্ষিণ "


Ekushey Sangbad
ইকবাল হাসান কাজল
০৩:৫৫ পিএম, ১৩ জুলাই, ২০২৪
ভুল নক্ষত্রে প্রদক্ষিণ

ভুল নক্ষত্রের প্রদক্ষিণে জ্বলে অন্তর"
গ্রহান্তরের অনিমেষ অবয়বে প্রদক্ষিণ-
মানুষের প্রাপ্যতা নিয়ে জ্বলে বুকের গহিণে।

প্রিয়ারডাগর চোখে খুঁজি মানবতার মুক্তি"
আমার মানচিত্রে স্বাধীন পতাকার উড্ডয়ন-
ওখানে লাল রক্তে লেখা মুক্তির গান।
সবুজের আল্পনায় জাগে শান্তির প্রত্যয়।

রাজপথে মিছিলে দৃপ্ত উচ্চারণ উর্ধ্বমুখি"
প্রিয়ার দু’চোখে খুঁজি দেশাচার দেশপ্রেম-
তুমার বুকের নরম পলিমাটিতে দেশমাতা।

নিদরূণ অহমিকায় দ্রোহ-প্রেম একাকার হয়"
পবিত্র এক মাতৃভূমির স্বপ্নকে বয়ে বেড়াই-
যেখানে হাজার বছরের বিপ্লব -বিদ্রোহ ধাবমান।

আমি খুঁজি প্রেম, স্বদেশ ভূমি,বাংলা -বাঙ্গালী"
মা-মাতৃভূমি, এই আকাশ সকল,দুপুর,রাত-
শেষ রাতের ভৌতিক চাঁদের আলো,
মাঝরাতের নিরবতার আঁধার।

ভালবাসি মাটি আর মানুষকে "
স্বপ্নের ছায়াপথ মারিয়ে ভিন্ন গ্রহ-গ্রহান্তরে-
জ্বলে অন্তর,নশ্বর দেহ, অবিনশ্বর আত্মা‍‍`
জাগতিক সুখের মোহ, কামনার স্রোত।

উদাসী হাওয়ার মাতাল সমীরণ"
এলোমেলো বেলা-অবেলায় ভাসমান-
বিষের পেয়ালা আকন্ঠ পান করেছি‍‍`
স্বার্থের দৃষ্টি পথে পাগল বাউল।

আদিম গুহায় জংলী সভ্যতায় খুঁজি প্রেম"
একবিংশ শতাব্দীর দোর গোরায় জন্জাল-
তবু পবিত্র আত্মার প্রভাত ফেরি ‍‍`
ফুলের জলসার,পাখীর গানে‍‍`
কোকিলের বিরহী ঐকতানে‍‍`
আকাশের নীল সিমানা জুড়ে‍‍`
খুঁজি প্রেম, খুঁজি মানবতা,স্বাধীনতা, মুক্ত ধরণী।

একুশে সংবাদ/ই.হা.কা/হা.কা

Link copied!