উদাস দুপুরে ভাবনা ক্লিষ্ট সময়,
ক্লান্ত অপরাহ্নের আধারে ঢাকা-
আমের মুকুলের মৌ মৌ সুবাস।
আগুন লাগা শিমুল পলাশের বন,
স্বপ্নের দুলায় দুলছে হৃদয়ের আর্তি-
চারিদিক ছড়ানো রোদের ঝিকিমিকি,
বাতাবি ফুলে ছাওয়া আঙ্গিনায়।
মায়ের ঘোমটা পরা অবয়ব।
সাদা ভাত টগবগিয়ে ফুলে চুলায়
মিষ্টি সুবাস ছড়ায় ফেন ছড়ানো ভাত।
চুক্কা বাগুনে আলোগুডা দিয়ে-
জিয়ল মাছের ঝোল রেঁধেছে।
মা যে অপূর্ব রাধুনি বাবার আরাধনা,
ছনের ছাওয়া কুড়ে ঘরের বারান্দাটায় -
এযে আমার স্বর্গ সুখের খোলা বাতায়ন।
রান্না শেষে মায়ের হাতে আমি।
কলসী কাখে মা যে চলে হাটি
পরশী বাড়ীর পাত কুয়োতে পানি,
শ্যাওলা পরা কাঠের ফালিতে -
আমি আর মা বালতির জলে নাওয়া।
নেংটো আমি নেচে চলেছি ঘরের পানে,
ভেজা কাপরে মায়ের কখে ভরা কলস,
উঠোন পেরিয়ি নিজের ঘরের দাওয়ায়,
এই যে ছিল বসন্ত ছেলেবেলা,
ঘুম পরানি ঘুঘুর ডাকে,
কোকিলের বিরহি গান।
একুশে সংবাদ/ন.প্র/জাহা
আপনার মতামত লিখুন :